জঙ্গলমহল খাতড়া

করোনা সুরক্ষায় ষোলোআনার ঢ্যাঁড়া,প্রবাসীদের গ্রামে ঢুকতে হলে আগে করাতে হবে মেডিকেল পরীক্ষা।

করোনা সুরক্ষায় ষোলোআনার ঢ্যাঁড়া,প্রবাসীদের গ্রামে ঢুকতে হলে আগে করাতে হবে মেডিকেল পরীক্ষা।
X

#বাঁকুড়া২৪X৭,প্রতিবেদন : গ্রামে করোনার মোকাবিলায় সুরক্ষা বলয় গড়ে তুলতে এবার এগিয়ে এল গ্রাম ষোলোআনা। গ্রামের চিরাচরিত ঢ্যাঁড়া পেটানোর প্রথাকে কাজে লাগিয়ে প্রবাসী গ্রামবাসীদের বাড়ীর লোকেদের জানিয়ে দেওয়া হল বাইরে থেকে গ্রামে ঢোকার আগে মেডিকেল পরীক্ষা করানো আবশ্যিক। অন্যথায়, ওই প্রবাসী গ্রামবাসীকে গ্রামে প্রবেশাধিকার কেড়ে নেওয়া হবে। জেলার সিমলাপাল ব্লকের কাঁসা ও পিতলের বাসন তৈরীর কারিগরদের গ্রাম নামে পরিচিত পুকুরিয়াতে আজ এই ঢ্যাঁড়া পেটানোর কাজ চলল দিনভর। এক সময় জেলার কাঁসা,পিতল শিল্পের জন্য এই গ্রামের খ্যাতি ছিল বাংলা জুড়ে। কিন্তু বর্তমানে এই শিল্পে খানিকটা ভাটা পড়েছে। ফলে রুজিরোজগারের টানে এই গ্রামের অনেক করিগর বর্তমানে ভিন দেশ এমন কি ভিন রাজ্যেও কাজ করতে যান। সম্প্রতি করোনা আতঙ্কের জেরে তারা গ্রামে নিজের বাড়ীতে ফিরছেন। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, চেন্নাই, এমন কি নেপাল ভুটানেও কাজ করেন এখানকারার লোকেরা। তারা বাড়ী ফিরলেই তাদের মেডিকেল পরীক্ষা করানোর ফতোয়া দিয়েছে গ্রাম ষোলোআনা। আর এই ফতোয়াতেই কাজ হয়েছে। প্রবাসীদের গ্রামে ফেরার আগে তাদের পরিবার ষোলোআনার এই ফতোয়াত কথা জানিয়েদিচ্ছেন। ফলে বিনা মেডিকেল চেক আপের আগে কেও আর গ্রামে পা মাড়াচ্ছেননা। তাই এই গ্রামে করোনা ঠেকানোর কাজটা অনেকখানি সহজ হয়ে গেল এই অভিনব সুরক্ষা ঢ্যাঁড়রায়।

#দেখুন 🎦ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/simlapal-shibu-murmu-murder-case-update/img-20200108-wa0027_1024x1280_768x960-2/" rel="attachment wp-att-8372">

Next Story