Home > কোভিড কড়চা > এবার কোভিড আক্রান্ত বাঁকুড়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতিম প্রধান, ভর্তি এম,আর বাঙ্গুর হাসপাতালে।
এবার কোভিড আক্রান্ত বাঁকুড়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতিম প্রধান, ভর্তি এম,আর বাঙ্গুর হাসপাতালে।
BY Manasi Das22 April 2021 7:12 PM IST

X
Manasi Das22 April 2021 7:12 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার কোভিড আক্রান্ত হলেন জেলার অন্যতম কোভিড যোদ্ধা,বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ পার্থপ্রতিম প্রধান। বুধবার সন্ধ্যায় তার কোভিড পজেটিভের রিপোর্ট আসে। বৃহস্পতিবার তিনি কলকাতায় এম,আর,বাঙ্গুর হাসপাতালে ভর্তি হন। সেখানেই আপাতত তার চিকিৎসা চলছে।
সুত্রের খবর,মৃদু উপসর্গ ও অল্প শ্বাসকষ্ট রয়েছে তার। কোভিডের প্রথম পর্যায়ে তিনি জেলায় কোভিড যুদ্ধে দারুণ লড়াই চালিয়ে ছিলেন। সেবার তাকে আক্রমণ করতে পারেনি কোভিড। তবে, এবার কোভিডের দ্বিতীয় ঢেও আছড়ে পড়তেই তিনিও কোভিড আক্রান্ত হলেন। বাঁকুড়া২৪X৭ জেলার এই কোভিড যোদ্ধার দ্রুত আরোগ্যা কামনা করছে।
Next Story