বাঁকুড়ায় একদিনে মৃত্যু ৫ কোভিড আক্রান্তের, বাড়ছে নুতন করে সংক্রমণের হারও।
জেলায় ফের ভয়ানক আকার নিল কোভিড ১৯। একদিনে মৃত্যু হল ৫ জন কোভিড আক্রান্ত রোগীর। ফলে,জেলায় মোট মৃতের সংখ্যা এক ধাক্কায় বেড়ে হল ৪৩। পাশাপাশি নুতন করে আক্রান্ত হলেন আরও ১৪৮ জন। তবে, এরই মধ্যে একদিনে কোভিড থেকে সেরেও উঠলেন ১২৯ জন।
BY Manasi Das22 Sept 2020 7:37 AM IST

X
Manasi Das22 Sept 2020 7:37 AM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় ভয়ানক আকার নিচ্ছে কোভিড ১৯! এবার একদিনে কোভিড আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হল জেলায়। ফলে জেলাতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩। পাশাপাশি জেলাতে নুতন করে কোভিড আক্রান্ত হওয়ার ঘটনারও বিরাম নেই। একদিনে নুতন করে জেলায় ১৪৮ জন আক্রান্ত হলেন। ফলে, জেলায় এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪,৭৩৮ জন।
তবে এরই মধ্যে কোভিড থেকে সেরেও উঠলেন অনেকে। একদিনের নিরিখে জেলায় সেরে ওঠার সংখ্যা ১২৯ জন। যার ফলে জেলায় মোট কোভিড থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩,৯৪৯ জনে। এছাড়া জেলায় বর্তমানে সক্রিয় কোভিড আক্রান্ত রোগী রয়েছেন ৭৪৬ জন। ২০ সেপ্টেম্বরে নিরিখে ঘোষিত স্বাস্থ্য দপ্তরের বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।
দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story