বাঁকুড়ায় ফের কোভিডে জোড়া মৃত্যু, মোট আক্রান্ত ৫ হাজার ছুঁই,ছুঁই। মোট মৃত ৪৬।
ফের কোভিডে জোড়া মৃত্যু বাঁকুড়ায়। একদিনে দুই আক্রান্ত রোগীর মৃত্যু হওয়ায় জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬। আর আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছুঁই,ছুঁই।
BY Manasi Das23 Sept 2020 10:39 PM IST

X
Manasi Das23 Sept 2020 10:39 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় কোভিড আক্রান্তের মোট সংখ্যা ৫ হাজার ছুঁই ছুঁই! তার ওপর বাড়ছে মৃতের সংখ্যাও। ফের নুতন করে জেলায় একদিনে জোড়া মৃত্যুর ঘটনা ঘটল। ফলে সব মিলিয়ে জেলার মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬। এদিকে, একদিনে নুতন করে জেলায় আক্রান্ত হলেন ৮৩ জন। ফলে জেলায় মোট কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪,৯৫০ জম।
অন্যদিকে, একদিনে ৬৩ জন কোভিড রোগী সেরেও উঠেছেন। ফলে জেলায় এপর্যন্ত মোট সেরে ওঠার সংখ্যা বেড়ে হল ৪,১০০ জন। পাশাপাশি, ৮০৪ জম এই মূহুর্তে সক্রিয় আক্রান্ত হিসেবে চিহ্ণিত হয়ে আছেন। আজকের কোভিড বুলেটিনে ২২ সেপ্টেম্বরের নিরিখে প্রকাশিত তথ্যে এসব জানা গেছে।
Next Story