Home > কোভিড কড়চা > জেলায় একদিনে ৫ কোভিড আক্রান্তের মৃত্যু, নুতন আক্রান্ত ১০৫,একদিনে সেরে উঠলেন ১৩২ জন।
জেলায় একদিনে ৫ কোভিড আক্রান্তের মৃত্যু, নুতন আক্রান্ত ১০৫,একদিনে সেরে উঠলেন ১৩২ জন।
জেলায় কোভিড হানায় একদিনে প্রাণ হারালেন ৫ জন। জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭ জনে। পাশাপাশি এই মুহূর্তে জেলায় সক্রিয় কোভিড আক্রান্ত রয়েছেন ৬৩৪ জন।
BY Manasi Das29 Sept 2020 10:45 PM IST

X
Manasi Das29 Sept 2020 10:45 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় কোভিড আক্রান্ত ৫ রোগীর মৃত্যু হল একদিনে। ফলে জেলায় এক ধাক্কায় কোভিড আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৫৭ জন। যা জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তাদের চিন্তাই ফেলেছে।
একদিনে ৫ জনের মৃত্যুর পাশাপাশি একদিনে নুতন করে জেলায় আক্রান্ত হলেন ১০৫ জন। তবে আক্রান্তের থেকে বেশী সংখ্যক মানুষ একদিনে কোভিড থেকে সেরে উঠেছেন জেলায়। একদিনে সেরে ওঠার সংখ্যা ১৩২ জন। এদিকে এপর্যন্ত জেলায় মোট কোভিড থেকে সেরে ওঠার সংখ্যা ৪,৭৬১ জন। আর জেলায় এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫,৪,৫২ জন।
পাশাপাশি এই মুহূর্তে জেলায় সক্রিয় আক্রান্ত রয়েছেন ৬৩৪ জন। এর মধ্যে একদিনে নুতন করে সক্রিয় হয়েছেন ৩২ জন। ২৮ শে সেপ্টেম্বরের নিরিখে মঙ্গলবারের কোভিড বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।
দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story