কোভিড কড়চা

কোভিড যুদ্ধে লড়াইয়ের জন্য, জেলাশাসকের হাতে ৬টি অক্সিজেন কনসেন্ট্রেটর তুলে দিল আইসিআইসিআই ব্যাংকের বাঁকুড়া শাখা।

কোভিড যুদ্ধে লড়াইয়ের জন্য, জেলাশাসকের হাতে ৬টি অক্সিজেন কনসেন্ট্রেটর তুলে দিল আইসিআইসিআই ব্যাংকের বাঁকুড়া শাখা।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কোভিড আবহে সারা দেশ জুড়ে বিনামূল্যে অক্সিজেন অক্সিজেন কনসেন্ট্রেটর বিতরনের কর্মসুচী নিয়েছে আইসিআইসিআই ফাউন্ডেশন। তারই অঙ্গ হিসেবে বাঁকুড়া জেলার জন্য এই সংস্থা ৬ টি অক্সিজেন কনসেন্ট্রেটর বরাদ্দ করে এবং আইসিআইসিআই ব্যাঙ্কের বাঁকুড়া ব্রাঞ্চের ম্যানেজার সোমনাথ পন্ডিত ও ফাউণ্ডেশনের একটি প্রতিনিধি দল সোমবার বাঁকুড়ার জেলা শাসক কে,রাধিকা আয়ারের হাতে এই ৬টি অক্সিজেন কনসেন্ট্রেটর তুলে দেন। কোভিড মহামারীর আবহে যা জেলার স্বাস্থ্য পরিষেবায় কাজে লাগবেচ।এবং এগুলি মহকুমা স্তরের হাসপাতালেও প্রয়োজনে পাঠাতে পারবে প্রশাসন। আইসিআইসিআই ব্যাঙ্ক তথা আইসিআইসিআই ফাউন্ডেশনের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা শাসক কে,রাধিকা আয়ার।


ব্যাঙ্কের বাঁকুড়া শাখার ম্যানেজার সোমনাথ পন্ডিত বলেন, সিএসআর কর্মসুচীর অঙ্গ হিসেবে আইসিসিআই ব্যঙ্ক তথা আইসিআইসিআই ফাউন্ডেশন এই রাজ্যের ১৪ টি জেলায় বিনামূল্যে অক্সিজেন কনসেন্ট্রেটর বিতরনের পরিকল্পনা নিয়েছে। সেই মতো বাঁকুড়া জেলার জন্য আমরা ৬ টি অক্সিজেন কনসেন্ট্রেটর জেলাশাসকের হাতে তুলে দিলাম। এভাবে আমরাও বাঁকুড়া জেলাবাসীর সাথে কোভিড যুদ্ধে সামিল হতে পেরে নিজেদের ধন্য মনে করছি।



Next Story