Home > কোভিড কড়চা > বাঁকুড়া জেলাতেও শুরু কোভিড ভ্যাক্সিনের ড্রাই রান, কিভাবে সারা হল এই ড্রাই রান? জেনে নিন তার সাত সতেরো।
বাঁকুড়া জেলাতেও শুরু কোভিড ভ্যাক্সিনের ড্রাই রান, কিভাবে সারা হল এই ড্রাই রান? জেনে নিন তার সাত সতেরো।
BY Manasi Das8 Jan 2021 4:55 PM IST

X
Manasi Das20 Jan 2021 12:39 AM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলাতেও কোভিড ভ্যাক্সিনের ড্রাই রান শুরু হল এদিন। আজ বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুই স্বাস্থ্য জেলা মিলিয়ে ৬ টি কেন্দ্রে ড্রাই রান চলে। ২৫ জন করে উপভোক্তা এই ড্রাইরানে এক একটি কেন্দ্রে উপস্থিত ছিলেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। বাঁকুড়া স্বাস্থ্য জেলার ডেপুটি সিএমও এইচ (৩) ডাঃ সজল বিশ্বাস জানান, আজ কোভিড ড্রাই রান চালিয়ে টীকা করণের চুড়ান্ত প্রস্তুতি সেরে নেওয়া গেল।
এদিনের এই ড্রাইরানে অংশ নেন স্বাস্থ্য কর্মীরা।
দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story