Home > কোভিড কড়চা > জেলায় মোট মৃতের সংখ্যা হাফ সেঞ্চুরির দোড় গোড়ায়, জেলায় কোভিডে ফের জোড়া মৃত্যু জেলায়।
জেলায় মোট মৃতের সংখ্যা হাফ সেঞ্চুরির দোড় গোড়ায়, জেলায় কোভিডে ফের জোড়া মৃত্যু জেলায়।
জেলায় কোভিডের হানাদারি অব্যাহত। ফের একদিনে জোড়া মৃত্যু জেলায়। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৪৯। পাশাপাশি মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,১০৫ জনে। এবং মোট সেরে উঠলেন ৪,৩০৬ জন।
BY Manasi Das26 Sept 2020 8:41 AM IST

X
Manasi Das26 Sept 2020 8:41 AM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আবার কোভিডে একদিনে জোড়া মৃত্যু জেলায়।ফলে মোট মৃত্যুর নিরিখে জেলা হাফ সেঞ্চুরির দোড় গোড়ায়। এপর্যন্ত জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৪৯। পাশাপাশি, নুতন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। একদিনে নুতন করে আক্রান্ত ৫৬ জন। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,১০৫ জনে। অন্যদিকে, একদিনে কোভিড থেকে সেরে উঠেছেন আক্রান্তের প্রায় দ্বিগুণের কাছাকাছি। একদিনে সেরে ওঠার সংখ্যা ১০৭ জন। ফলে জেলায় মোট সেরে ওঠার বেড়া হল ৪,৩০৬ জন। এবং জেলাতে এই মূহুর্তে সক্রিয় আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা ৭৫০ জন। যার মধ্যে নুতন করে আক্রান্ত হয়েছেন এমন রোগী আছেন ৫৩ জন। ২৫ তারিখের স্বাস্থ্য বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story