Home > কোভিড কড়চা > ওন্দা কোভিড হাসপাতালে সিসিইউ ভর্তি,অবস্থা সামাল দিতে বিষ্ণুপুর হাসপাতালের সিসিইউ'র ১২ টি বেড কাজে লাগাতে রিকুইজিশন দিল জেলা প্রশাসন।
ওন্দা কোভিড হাসপাতালে সিসিইউ ভর্তি,অবস্থা সামাল দিতে বিষ্ণুপুর হাসপাতালের সিসিইউ'র ১২ টি বেড কাজে লাগাতে রিকুইজিশন দিল জেলা প্রশাসন।
BY Manasi Das19 April 2021 7:04 PM IST

X
Manasi Das19 April 2021 7:20 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ওন্দা কোভিড হাসপাতালে সিসিইউতে সব বেড ভর্তি।এই খবর সম্প্রচার করে ছিলাম আমরা।এবার,এই সমস্যা মেটাতে এগিয়ে এল বাঁকুড়া জেলা প্রশাসন। সুত্রের খবর,কোভিড রোগীদের চিকিৎসায় আপদকালীন সিসিইউ বেডের ঘাটতি মেটাতে বিষ্ণুপুর জেলা হাসপাতালের সিসিইউ বিভাগের ১২ টি বেডের রিকুইজিশন দিলেন জেলা শাসক কে,রাধিকা আয়ার।
ওন্দায় সঙ্কটজনক কোভিড রোগীরা যেন জীবনদায়ী সিসিউ পরিষেবা পান তার জন্যই জেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে বলে জানা যাচ্ছে। এই উদ্যোগ কে কুর্ণিশ জানাচ্ছি আমরাও। আসুন আমরা, সকল বাঁকুড়াবাসী জেলা প্রশাসনের সাথে কাঁধে,কাঁধ মিলিয়ে কোভিডের বিরুদ্ধে লড়াই জারি রাখি।
👁️ দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story