জঙ্গলমহল খাতড়া

জঙ্গল মহলে লকডাউনে লাঠি উঁচিয়ে রাজপথে বিস্তর ছুটতে হল পুলিশ কে!দেখুন ভিডিও প্রতিবেদন।

জঙ্গল মহলে লকডাউনে  লাঠি উঁচিয়ে রাজপথে বিস্তর ছুটতে হল পুলিশ কে!দেখুন ভিডিও প্রতিবেদন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :আজ লকডাউন বজায় রাখতে জেলার জঙ্গল মহল জুড়ে লাঠি উঁচিয়ে মানুষজনকে বাগে আনতে রাজ পথে যথেষ্ট দাপাদাপি করতে হল পুলিশ বাহিনীকে। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬০০ এর গন্ডি টপকালেও জঙ্গল মহলে লকডাউন উপেক্ষা করার বিরাম নেই। তাই তালডাংরা, সিমলাপাল, লক্ষ্মীসাগর,বিবড়দা, বিক্রমপুর প্রায় সর্বত্রই পুলিশের কমব্যাট বাহিনী কে লাঠি উঁচিয়ে ছোটাছুটি করতে হল দিনভর। তারই ফাঁকে হাড়মাসড়ায় ধরা পড়ল বাজারের যাত্রী প্রতিক্ষালয়ে স্যানিটাইজড করার তৎপরতা। অন্যদিকে,লকডাউনে তুলনামুলক শুনসান সারেঙ্গা।এখানে বাজার ছিল বন্ধ। আর লোকজনও বাড়ীর বাইরে বের হননি এদিন।ফলে কার্যত বন্ধের চেহারা নেয় সারেঙ্গা বাজার।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/mp-subhas-sarkars-press-conference-on-the-controversy-of-collecting-samples-of-the-covid-test-at-the-bjps-election-office-sarkars-press-conference-on-the-controversy-of-collecting-samples-of-th/img_20200717_130232/" rel="attachment wp-att-9914">

Next Story