আন্তর্জাতিক নৃত্য দিবসে ত্রাণ বিলি বাঁকুড়া ডান্স ফোরামের শিল্পীদের।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। অন্যবার এই দিনটার জন্য মনখুলে নাচতে মুখিয়ে থাকতেন বাঁকুড়া ডান্স ফোরামের নৃত্য শিল্পীরা। এবার করোনার তান্ডবে স্থগিত রাখা হয়েছে অনুষ্ঠান। বরং অনুষ্ঠানের জন্য রাখা টাকাতে আজ অসহায় মানুষদের কাছে ত্রণ পৌঁছে দেওয়ার মধ্যদিয়েই আন্তর্জাতিক নৃত্য দিবস পালনে সামিল হলেন ডান্স ফোরামের নৃত্য শিল্পীরা।
জেলার তালডাংরা থানার প্রত্যন্ত গ্রাম জেমুয়া সহ অন্যান কয়েকটি গ্রামের অসহায় মানুষের হাতে,হাতে তুলে দেওয়া হল ত্রাণ সামগ্রী। সংগঠনের সম্পাদক সত্য প্রসাদ মুখোপাধ্যায় জানান, আজকে মানুষের পাশে থাকতে এই কাজে সামিল হয়েছে ফোরামের শিল্পীরা। অন্যদিকে, বাঁকুড়া ডান্স ফোরামের সভাপতি প্রণতি সেনগুপ্ত বলেন দেশের এই কঠিন সময়ে আমাদেরও এগিয়ে আসতে হবে।শিল্পীরাও তাদের দায়িত্ব, কর্তব্য পালন করার ব্রত নিয়েছে তার প্রমাণ আজকের এই ছোট্ট প্রয়াস।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]