বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার প্রতিবাদে শহরে বাম-কংগ্রেসের যৌথ মিছিল।
BY Bankura 24x715 May 2019 4:46 PM GMT

X
Bankura 24x715 May 2019 4:46 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার প্রতিবাদে ও তৃণমূল এবং বিজেপির রাজ্য জুড়ে আশান্তি সৃষ্টি কে দিক্কার জানাতে জেলার সদর শহরে এক সাথে পথে নামল বাম ও জাতীয় কংগ্রেস! শহরের প্রাণ কেন্দ্র মাচানতলার বঙ্গ বিদ্যালয় মাঠ থেকে এদিন বিকেলে এই ধিক্কার মিছিল বের হয়। তার পর তা শহর পরিক্রমা করে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story