নজরে ভোট

কোন ছুঁতমার্গ নেই বামেদের! দোল কে হাতিয়ার করে ভোট প্রচারে অমিয় পাত্র। #দেখুন ভিডিও।

কোন ছুঁতমার্গ নেই বামেদের! দোল কে হাতিয়ার করে ভোট প্রচারে অমিয় পাত্র। #দেখুন ভিডিও।
X

বাঁকুড়া: ভোটের রাজনীতির আঙ্গিনাতে আজকে লাগল রঙের ছোঁয়া! তবে, এই রঙে প্রার্থীরা, যে –যার রাজনীতির রঙে ভোটারদের রাঙিয়ে দিয়ে, "ভোট যুদ্ধে"— জয়ের পথ প্রসস্থ করতেই কার্যত নেমে পড়লেন ময়দানে। হোলির দিন জেলায় বাম,ডান সব পক্ষের প্রার্থীরাই ভোট প্রচারে হাতিয়ার করলেন দোল উৎসবকে। বামেরাও কোনো ছুৎমার্গ না রেখে, হোলির দিনটাকে, ভোট প্রচারে হাতিয়ার করার সুযোগ হাত ছাড়া করতে চাইলেন না।তাই, বাঁকুড়া লোকসভা আসনের বাম প্রার্থী, তথা পোড় খাওয়া সিপিএম নেতা অমিয় পাত্র শহরের পাড়ায়,পাড়ায়,আবাসনে লাল আবির মেখে কমরেডদের সাথে নিয়ে জমিয়ে রঙ খেলার সাথে ভোট প্রচারও সারলেন পুরোদমে।এদিন,শহরের লালবাজার,সেকেন্ড ফিডারোড,কমরার মাঠ এলাকায় এবং কয়কটি আবাসনে রঙ খেলার মাধ্যমে ভোটারদের সাথে যোগ সূত্র নিবিড় করার প্রয়াস চালান তিনি। লাল আবিরে রাঙানো হয় সকল কে। যদিও 'নাস্তিক' বামেদের এই দোল প্রীতি দেখে প্রশ্নও উঠছে জেলার রাজনৈতিক মহলে! যদিও,এই সব বিতর্ক উড়িয়ে দিয়ে, অমিয় বাবু বলেন, এটা নুতন কিছু নয়,আমরা অন্যান্য বারও হোলিতে মাতি।হোলি আমাদের দেশের বড়ো উৎসব। এবার ভোটের প্রচার পর্ব এই উৎসবের মধ্যে পড়ে গেছে, ফলে উৎসব উৎযাপন আর ভোট প্রচারের কাজটা এক সাথেই চলছে। পাশাপাশি, বিগত পাঁচ বছরে বাঁকুড়ার সমস্যা দিল্লীর সংসদে কেও তুলে ধরেন নি বলে শাসক দল কে, কটাক্ষও করেন আমিয় বাবু।

#দেখুন🎦ভিডিও 👇[embed] href="https://www.bankura24x7.com/cpm-candidate-amiya-patra-also-vote-campaign-on-holi-fest/img-20190321-wa0034/" rel="attachment wp-att-4065">

Next Story