জঙ্গলমহল খাতড়া

রানীবাঁধে আক্রান্ত সিপিএমের এরিয়া সম্পাদক, নির্বাচন কমিশনে নালিশ জানাচ্ছে দল।

রানীবাঁধে আক্রান্ত সিপিএমের এরিয়া সম্পাদক, নির্বাচন কমিশনে নালিশ জানাচ্ছে দল।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পঞ্চায়েত ভোটের মতো লোকসভা ভোটেও জেলার জঙ্গল মহলে সন্ত্রাস কায়েম করে লোকের ভোট দেওয়ার আধিকার কাড়ার কৌশল নিয়েছে শাসক দল! এবার এই অভিযোগ তুলে ভোটের আগে সরব হল জেলা সিপিএম। বৃহস্পতিবার রাতে রানীবাঁধের সিন্দুরপুরে বাড়ী থেকে তুলে নিয়ে গিয়ে সিপিএম জেলা কমিটির সদস্য তথা রানীবাঁধ এরিয়া কমিটির সম্পাদক মধুসূধন মাহাত কে বেধড়ক মারধর করা হয়। পরে তাকে গুরুতর জখম অবস্থায় হাত পা বেঁধে বাড়ীর পাশে ফেলে দিয়ে চলে যায়। পুলিশে খবর দিলে, পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়।প্রথমে খাতড়ায় নিয়ে গেলে, সেখান থেকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এখন তার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। সিপিএমের অভিযোগ, তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনী এই হামলা চালিয়েছে। থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি, জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছেও নালিশ জানাচ্ছে জেলা সিপিএম। আজ বিকেলে মধু বাবুকে হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের এই কথা জানান দলের জেলা সম্পাদক অজিত পতি। তিনি বলেন আমরা পুরো ঘটনা কমিশনের কাছে অভিযোগ আকারে জানানোর পাশাপাশি,মানুষ যেন তাদের ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করারও দাবী জানানো হবে। অন্যদিকে,তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

#দেখুন 🎦 ভিডিও 👇[embed] href="https://www.bankura24x7.com/abhishek-banerjee-attack-pm-modi-on-surgical-strike/img-20190306-wa0000/" rel="attachment wp-att-3852">

Next Story