ব্রেকিং নিউজ

মোদীর বদলে পি এম হন দিদি, এমনটাই চাইছে বিজেপি,আর এস এস, দাবী সিপিএম নেতা সুজন চক্রবর্তীর !

মোদীর বদলে পি এম হন দিদি, এমনটাই চাইছে বিজেপি,আর এস এস, দাবী সিপিএম নেতা সুজন চক্রবর্তীর !
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিজেপি,আর এস এসের কাছে এখন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর বিকল্প হলেন মমতা বন্দ্যোপাধ্যায়! তাকেই এবার প্রধান মন্ত্রীর আসনে বসাচ্ছে সংঘ পরিবার! তাই, মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর তৃণমূলের নেত্রী নন,তিনি আসলে বিজেপির নেত্রী!রবিবার বাঁকুড়ার শালতোড়ায় সিপিএমের প্রাথমিক শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ২৫ তম জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে, বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

তিনি বলেন, নরেন্দ্র মোদী আর প্রধান মন্ত্রী হতে পারবেন না ধরে নিয়েই, ফেডারেল ফ্রন্ট গড়িয়ে, বকলমে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিল্লীর তখতে বসাতে চাইছে সংঘ পরিবার। তবে, দিদিকে আসনে বসালেও তাকে পরিচালনা করবে আর এস এসের লোকেরাই। তাই, মোদীর বিকল্প নেত্রী হিসেবে, বিজেপি এখন দিদিকেই বেছে নিয়েছে! আর, সেই বেড়াল ঝুলি থেকে বের করে ফেলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ! ফলে, আর শাক দিয়ে মাছ ঢাকার উপায় নেই। সব তথ্য ফাঁস হয়ে গেছে!

এই তোপ দেগে কার্যত বিজেপি আর তৃণমূলকে একযোগে আক্রমণ করে লোকসভা ভোটের প্রাক্ নির্বাচনী তর্জা শুরু করে দিলেন সুজন বাবু।

আজ, সুজন বাবুর এই দিদি-মোদীর নুতন সমীকরণ খাড়া করার ফলে, লোকসভা ভোটে মহাজোট যে আরও জট পাকিয়ে গেল তার স্পষ্ট আভাষ যেমন মিলল,তেমনি কংগ্রেসের সাথে সিপিএমের জোট গড়ার পথও খানিক প্রসস্থ হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

#দেখুন ভিডিও।[embed]

Next Story