ব্রেকিং নিউজ

আগামী লোকসভা ভোটের আগে, বিজেপির সাম্প্রদায়িক ইস্যুর মোকাবিলায় রীতিমতো ক্লাস করে, শিখিয়ে -পড়িয়ে, বিশেষ কমরেড বাহিনী গড়ে জেলাতেও প্রচারে নামছে সিপিএম।

আগামী লোকসভা ভোটের আগে, বিজেপির সাম্প্রদায়িক ইস্যুর মোকাবিলায়  রীতিমতো ক্লাস করে, শিখিয়ে -পড়িয়ে, বিশেষ কমরেড বাহিনী গড়ে জেলাতেও প্রচারে নামছে সিপিএম।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আগামী লোকসভা নির্বাচনে বিজেপির সাথে মোকাবিলায় এবার,সাম্প্রদায়িক মেরুকরণ রুখতে, প্রশিক্ষিত কমরেডদের আগাম ময়দানে নামানোর কৌশল নিল সিপিএম।

সারা রাজ্যের সাথে বাঁকুড়াতেও একই কায়দায় বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ ও তার বিপদের আভাষ মানুষের কাছে তুলে ধরতে,রীতিমতো ক্লাস করে, জেলার বাছাই করা ৮৫ জন কমরেডকে শিখিয়ে,পড়িয়ে নেওয়া হল।

আজ, দলের রাজ্যস্তরের পার্টি ক্লাসের দায়িত্বে থাকা, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য এই ক্লাস নিলেন। তিনি মূলত, জেলার 'কী-পার্সন' হিসেবে ৮৫ জনকে পাঠ দিয়ে তৈরী করে দিলেন।

তারা, এবার ব্লক ও শাখা স্তরে অন্যান্য কমরেডদের প্রশিক্ষণের দায়িত্ব নেবেন।

দলের কেন্দ্রীয় কমিটির আর এক সদস্য অমিয় পাত্র জানালেন, যে এই পাঠ চক্রের পর আগামী ১০ নভেম্বরের মধ্যে জেলার প্রতিটি শাখা স্তর পর্যন্ত এই ক্লাস করার কর্মসূচি শেষ করা হবে। তারপর, প্রতি এলাকায় কমরেডরা এখন থেকেই সাম্প্রদায়িক মেরুকরণের বিপদ,বা সংখ্যালঘু সম্প্রদায় তোষনের মতো ভোট কেন্দ্রিক রাজনৈতিক অপ কৌশল গুলোকে ঠেকানোর কাজে প্রচার শুরু করে দেবেন।

আগামী লোকসভার ভোটে সাম্প্রদায়িকতা কে তুরুপের তাস হিসেবে ব্যবহার করে বিজেপি যেন ভোট ব্যাঙ্ক গড়ে তুলতে না পারে, তার জন্যই এবার প্রশিক্ষিত কমরেড দিয়ে বাজীমাৎ করতে চাইছে সিপিএম। বলে মনে করছে রাজনৈতিক মহল।

এখন দেখার,তাদের এই কৌশল শেষ পর্ষন্ত কতখানি কাজে আসে?

#দেখুন ভিডিও।

[embed]

Next Story