সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার আভিযোগ দায়ের করায় পালটা হামলা,আহত ৫

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : গ্রামের দুই সিভিক ভলেন্টিয়ারদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ থানায় দায়ের করায় ওই দুই সিভিক পুলিশের মদতে তৃনমুলের লোকজন গ্রামবাসী ও বিজেপিকর্মীদের ওপর চড়াও হয়ে মারধর করায় উত্তেজনা ছড়াল জেলার গঙ্গাজলঘাটি থানার শুয়াড়া গ্রামে। এই ঘটনার জেরে পাঁচ বিজেপি কর্মী আহত হয়েছেন। তাদের অমরকানন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আভিযোগ এই দুই সিভিক ভলেন্টিয়ার প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে প্রায় লক্ষাধিক টাকা কাটমানি আদায় করে। উপভোক্তারা কাটমানি ফেরতের দাবী তুললে ১৫ দিন সময় চেয়ে নেয় তারা। কিন্তু ১৫ দিন পার হলেও তারা টাকা ফেরত না দেওয়ায় সোমবার সন্ধ্যায় গ্রাম ষোলোয়ানার শালিসি সভায় কাটমানি নেওয়ার কথা অস্বীকার করে তারা। এর পর রাতে থানায় দুই সিভিক ভলেন্টিয়ারের নামে অভিযোগ দায়ের করলে তার জেরেই গ্রামের কিছু বাসিন্দা ও বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা বলে বিজেপির পক্ষ থেকে দাবী করা হয়েছে। যদিও এই দাবী ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]