ব্রেকিং নিউজ

জয়পুরে বেহাল সেতুর ওপর দিয়েই নিত্য যাতায়াত ! বাম আমল থেকে প্রশাসনিক দরবার করলেও কাজ হয়নি ! এবার আন্দোলনে নামার হুমকি গ্রামবাসীদের।

জয়পুরে বেহাল সেতুর ওপর দিয়েই নিত্য যাতায়াত ! বাম আমল থেকে প্রশাসনিক দরবার করলেও  কাজ হয়নি ! এবার আন্দোলনে নামার হুমকি গ্রামবাসীদের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (উত্তম দে,জয়পুর) : সেতুর ঢালাইয়ের প্লাস্টার খসে গিয়ে বেরিয়ে পড়েছে মরচে ধরা রডের সারি! মূল স্তম্ভ দুটিতেও ইতি-উতি উঁকি দিচ্ছে মস্ত,মস্ত ফাটল! আগাছা,পরগাছার শেকড় সেতুর গাঁথনি ফাটিয়ে নিজের অস্তিত্বের জানান দিতে ব্যস্ত! তবুও এই বেহাল মারণ সেতুর ওপর দিয়েই নিত্য লোকের যাতায়াত। য়পুর ব্লকের কংসাবতী সেকশন অফিসের অন্তর্ভুক্ত সুজার গড় ক্যানেলের ওপর এই সেতুটির দীর্ঘ দিন এমন দশা। তবুও হেলদোল নেই প্রশাসনের। গ্রামের মানুষ এই সঙ্কীর্ণ সেতু দিয়ে পথ চললে অনেক কম সময়ে জয়পুর ব্লক সদর শহরে যাতায়াত করতে পারেন। ফলে স্কুল পড়ুয়া থেকে অফিসের নিত্যযাত্রী এবং বালি,মোরাম বা চাষের কাজে লাগা ট্রাক্টর, মোটর বাইক,লরি,ও পন্যবাহী ছোটে মোটর গাড়ীও পারাপার করে এই বেহাল সেতুর ওপর দিয়ে। যা যথেষ্ট ঝু্ঁকিপূর্ণ। যে কোনো সময় সেতু ভেঙ্গে যেতে পারে। তাই গ্রামবাসীরা সেতু মেরামত বা নুতন করে তৈরীর দাবী নিয়ে বাম আমল থেকেই প্রশাসনিক দরবার করেছেন বহুবার। কিন্তু কাজের কাজ কিছু হয় নি। তাই এবার তাদের দাবী পূরণ না হলে তারা জোট বেঁধে বৃহত্তর আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন।

#দেখুন ভিডিও।

[embed]

Next Story