ব্রেকিং নিউজ

জয়পুরের বাগাজোল সেতুর বেহাল দশা ! বিপদের ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন।

জয়পুরের বাগাজোল সেতুর বেহাল দশা ! বিপদের ঝুঁকি নিয়েই  চলাচল করছে যানবাহন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (উত্তম দে,জয়পুর) : জেলার জয়পুরের অহল্যাবাই রাজ্য সড়কের ওপর বাগাজোল সেতুটির জরাজীর্ণ দশা! সেতুর সিংহভাগ অংশের ঢালাই খসে রড বেরিয়ে গেছে! ইতি-উতি উঁকি মারছে ছোটে-বড়ো ফাটল! যে কোনো সময় সেতু ভেঙ্গে গিয়ে বিপত্তি ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে!

তবুও ঝুঁকি নিয়ে নিত্য যাতায়াত করছে শয়ে,শয়ে যানবাহন। পুরুলিয়া,বাঁকুড়া থেকে ভায়া আরামবাগ হয়ে কলকাতা বা তারকেশ্বর রুটের সরকারী,বেসরকারী যাত্রীবাহী বাস, প্রচুর সংখ্যায় লরি, এমনকি দশচাকার ভারী লরিও এই সেতুর ওপর দিয়ে পারাপার করে।একটি ব্যস্ততম রাজ্য সড়কের ওপর এমন বেহাল সেতুটি থাকলেও তার সংস্কার করতে কোনো হেলদোল নেই সরকারের!

অথচ সাম্প্রতিক এই রুটের রাস্তার কাজ চলছে পুরোদমে! কিন্তু সেতুর সংস্কারে উদাসীন প্রশাসন, তাই স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এই বেহাল সেতুর হাল ফেরানোর দাবীতে সরব হয়েছেন।তার চান, সেতুটির মেরামত করার কাজ শুরু হোক।

তা না হলে যেকোনো সময় এই নড়বড়ে সেতু ভেঙ্গে ঘটে যেতে পারে বড়েসড়ে দূর্ঘটনা?

#দেখুন ভিডিও।[embed]

Next Story