Home > ব্রেকিং নিউজ > সোনামুখীতে এক ব্যক্তির ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রতিবাদে থানা ঘিরে বিক্ষোভ। আটক মৃতের , স্ত্রী ও শ্বাশুড়ি।
সোনামুখীতে এক ব্যক্তির ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রতিবাদে থানা ঘিরে বিক্ষোভ। আটক মৃতের , স্ত্রী ও শ্বাশুড়ি।
BY Bankura 24x71 Dec 2018 12:16 PM IST

X
Bankura 24x71 Dec 2018 12:16 PM IST
সোনামুখীতে একটি কালভার্টের পাশ থেকে এক ব্যক্তির ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্বারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।
মৃতের পরিবারের লোকজন ও পড়শীরা ঘটনার প্রতিবাদে সেনামুখী থানা ঘেরাও করে বিক্ষোভ সামিল হলেন।
মৃতদেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পেটে ভোজালীর কোপ,ও কানের পাশে পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে।
মৃতের নাম শুভেন্দু ঘোষ(২৪)। তিনি রাউতোড়ার বাসিন্দা। বাড়ীর থেকে দেড় কিমি দূরে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, শুক্রবার রাতে সাড়ে আটটায় বাড়ী থেকে মোবাইলে ফোন করে ডাকলে তিনি বাড়ী থেকে বের হন। তার পর আর বাড়ী ফেরেন নি। আজ সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এই খুনের ঘটনায় মৃতের স্ত্রী ও শ্বাশুড়িকে আটক করেছে পুলিশ।
স্ত্রীর পরকীয়া জনিত বিবাদের জেরে খুন কিনা? তা খতিয়ে দেখছে পুলিশ।
Next Story