জুনবেদিয়া বাইপাসের এটিএম কাউন্টার থেকে মিলল যুবকের মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য!
BY Bankura 24x722 April 2019 6:58 PM IST

X
Bankura 24x722 April 2019 6:58 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন ; এটিএমের মধ্যে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল বাঁকুড়া সদর থানার পুলিশ। জুনবেদিয়া বাইপাস রাস্তা সংলগ্ন এস,বি,আইয়ের এটিএম থেকে রক্তাক্ত মৃতদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ জানিয়েছে,মৃত ব্যক্তির নাম বাপ্পা মাহাত(৩২)। তিনি নবজীবনপুরের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাথমিক ভাবে জানা গেছে, মদ্যপ অবস্থায় ওই ব্যক্তি এটিএমের কাঁচ ভেঙ্গে ভেতরে ঢোকে। সেই সময় কাঁছ ভেঙ্গে গিয়ে কাঁচের টুকরোতে জোরালো আঘাত লাগে বাপ্পার। এবং কাঁচে কেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। তার ফলেই প্রাণ হারায় সে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story