ব্রেকিং নিউজ

হাসপাতালে হরিণ! অস্ত্রোপচার করে জোড়া হল ভাঙ্গা পা। দেখুন ভিডিও প্রতিবেদন।

হাসপাতালে হরিণ! অস্ত্রোপচার করে জোড়া হল ভাঙ্গা পা। দেখুন ভিডিও প্রতিবেদন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : হাসপাতালে হরিণ। বাঁকুড়া শহরের কলেজমোড়ের জেলা পশু হাসপাতালে এই হরিণের পায়ের ভাঙ্গা হাড় জোড়া লাগানো হল এদিন।

কেন বন থেকে হাসপাতালে এনে হাজির করতে হল এই হরিণটি কে?আসলে এর জন্য দায়ী আমরাই। বসন্তের পাতাঝরার মরসুমকে কাজে লাগিয়ে এক শ্রেণির চোরা শিকারি ও দুষ্কৃতি বনে,বনে আগুন লাগাচ্ছে। আর একপ্রান্তে আগুন ধরিয়ে বনের অন্য প্রান্তে জাল পেতে বন্য পশু ধরার কৌশল নিচ্ছে। বনদপ্তর বনের আগুন লাগা ঠেকাতে গ্রামে,গ্রামে মাইকিং করলেও কাজের কাজ কিছুই হচ্ছেনা। জেলার বেলিয়াতোড়ের কুশমা গ্রাম লাগোয়া জঙ্গলে এমন আগুন লাগানোর ফলে বন থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে একটি বন্য হরিণ। গ্রামে ঢুকতেই কুকুরে আক্রমণ করে হরিণটিকে। শরীরের বেশ কয়েক জায়গায় কামড়ও দেয়। কুকুরের আক্রমণ থেকে বাঁচতে হরিণটি ছুটতে গেলে গর্তে পড়ে যায়। আর পায়ে চোট লাগে। ভেঙ্গে যায় পায়ের হাড়। গ্রামবাসীরা আহত হরিণটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেয়।বেলিয়াতোড় থেকে বাঁকুড়ায় এনে হাড় জোড়া লাগানো হয়।

পশু হাসপাতাল সূত্রে জানগেছে, হাড় ভালোমতো জোড়া লাগানো গেলেও পায়ে সংক্রমণের আশঙ্কা রয়েছে।এই চোটের ফলে একটি পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। এদিন পায়ের ক্ষত অংশে অস্ত্রোপচার করে সেলাইও করে দেন পশু চিকিৎসক। হরিণটিকে কুকুরে কামড়ানোর প্রতিষেধকও দেওয়া হয়েছে বলে জানিয়েছে বনদপ্তর। আর জেলা জুড়েই বনে আগুন লাগানো বন্ধে বিশেষ নজরদারী চালানোরও সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর বলে জানাগেছে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/bloody-bodies-recovered-at-village-adjoining-field-in-simalapal-sdpo-of-khatara-started-investigation/img-20200311-wa0045/" rel="attachment wp-att-8342">

Next Story