ব্রেকিং নিউজ

কাটমানি ফেরতের দাবীতে মালিয়াড়া পঞ্চায়েতে বিক্ষোভ যুব মোর্চার।

কাটমানি ফেরতের দাবীতে মালিয়াড়া পঞ্চায়েতে বিক্ষোভ  যুব মোর্চার।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কাটমানি ইস্যুতে জন বিক্ষোভের বিড়ম্বনা এ জেলাতেও কিছুতেই পিছু ছাড়ছেনা তৃণমূলের! আজ কাটমানি ইস্যুতে বিজেপি যুব মোর্চা বিক্ষোভ দেখালেন মালিয়াড়া গ্রাম পঞ্চায়েতে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, নির্মল বাংলার শৌচাগার নির্মান,১০০ দিনের কাজে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সাধারণ গ্রামবাসীদের সাথে নিয়ে স্থানীয় যুব মোর্চা বিক্ষোভ দেখায়। এমন কি গ্রামে বিভিন্ন সরকারী প্রকল্পের উপভোক্তাদের কাছে কাটমানি নেওয়া হয়েছে তার তালিকাও তৈরী করার কাজ চলছে। বিক্ষোভকারীদের দাবী মুখ্যমন্ত্রীর কথা মতো কাটমানি ফেরতের ব্যবস্থা করুক তৃণমূল। যদিও তৃনমূল কাটমানি নেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/demanding-the-return-of-katmani-the-tmc-leaders-staged-protests-in-keshiakole/img-20190623-wa0070_1024x1409/" rel="attachment wp-att-5529">

Next Story