এবার রাজ্যে বাউরী উন্নয়ন পর্ষদ গঠনের দাবীতে সরব হলেন তৃণমূল বিধায়ক।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার রাজ্যের বাউরী সমাজের উন্নয়নের জন্য রাজ্য সরকারের কাছে "বাউরী জাতি উন্নয়ন পর্ষদ"- গঠনের দাবী তুলে পথে নামলেন তৃণমূল বিধায়ক স্বপন বাউরী।
বাঁকুড়ার শালতোড়া বিধানসভা থেকে নির্বাচিত শাসক দলের এই বিধায়কের নেতৃত্বে বিশাল মিছিল করে উন্নয়ন পর্ষদ গঠন সহ ২৩ দফা দাবীতে, আজ বাঁকুড়া জেলা শাসকের কার্য্যালয়ে সংগঠনের তরফে স্মারক লিপিও দেওয়া হয়। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অসীম কুমার বিশ্বাস এই স্মারকলিপি গ্রহণ করেন বলে জানা গেছে।
এদিন, শহরের তামলীবাঁধে আয়োজন করা হয় কনভেনশনেরও।
এই ইস্যুতে জেলার রাজনৈতিক মহলে কার্যত আলোড়ন পড়ে গিয়েছে।
তবে,স্বপন বাবুর দাবী এই আন্দোলনের সাথে রাজনীতির কোনো যোগ নেই।
এটি একটি অরাজনৈতিক সংগঠন। এখানে রাজনীতির রং খোঁজা ঠিক নয়!
তার দাবী,পশ্চিমবঙ্গের বর্তমান যে মানবিক সরকার চলছে, সেই সরকার যেন বাউরীদের দিকেও নজর দেন। এবং অন্যান্য জন জাতির উন্নয়নে যেমন সরকার পর্ষদ গঠন করে, সেই জাতির সামগ্রিক উন্নয়নে সামিল হয়েছে।
তেমনি, রাজ্যের বাউরী সমাজের জন্যও উন্নয়ন পর্ষদ গড়ে এই জন জাতির উন্নয়ন ঘটাতে সরকার এগিয়ে আসুক।
সেই আবেদন জানাতেই এই কমসূচী নিয়েছে সংগঠন বলেও জানান স্বপন বাবু।
তাই এর সাথে ভোটের কোনো যোগ নেই, এমনটাও তিনি খোলসা করে দেন।
যদিও, জেলার বিরোধী রাজনৈতিক মহলের ধারনা, ভোটের আগে বাউরী ভোট ব্যাঙ্ক অটুট রাখতে শাসক দলের এটা একটা নয়া কৌশল।
তবে,কেবল জেলা নয়, সারা রাজ্য ব্যাপী এই দাবীতে এবার জোরদার আন্দোলন চলবে বলেও দাবী করেন সংগঠনের নেতৃত্ব বর্গ।
এখন দেখার, শেষ পর্যন্ত রাজ্য সরকার বাউরীদের জন্য উন্নয়ন পর্ষদ গড়ার দাবী মেটাতে উদ্যোগ নেয় কিনা?
আপাতত, সেই দিকেই তাকিয়ে রইল ওয়াকিবহাল মহল।
#দেখুন ভিডিও।[embed]