জঙ্গলমহল খাতড়া

বিজেপির মন্ডল সভাপতি অপসারনের দাবীতে বিক্ষোভ অব্যাহত, এটা বিজেপির আভ্যন্তরীণ বিষক্রিয়ার ফল বলে মন্তব্য শ্যামলের।

বিজেপির মন্ডল সভাপতি অপসারনের দাবীতে বিক্ষোভ অব্যাহত, এটা বিজেপির আভ্যন্তরীণ বিষক্রিয়ার ফল বলে মন্তব্য শ্যামলের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া জেলায় বিজেপির মন্ডল সভাপতির নাম ঘোষণার পর থেকে বিক্ষোভ কিছুতেই পিছু ছাড়ছেনা! ছাতনা, বিষ্ণুপুরে মন্ডল সভাপতি নিয়ে বিক্ষোভের পর এবার জঙ্গল মহলের হীড়বাঁধ ব্লকের বিজেপি কর্মী সমর্থক ও নেতাদের একাংশ হীড়বাঁধ মন্ডলের নব নির্বাচিত সভাপতি গোপাল হেমব্রমের অপসারনের দাবী তুলে বাঁকুড়ায় বিজেপির সাংসদ অফিসে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীরা গোপাল বাবুর বিরুদ্ধে আর্থিক দূর্নীতি,রাজ্যের শাসক দল তৃণমূলের সাথে আঁতাত, সহ নানা অভিযোগ তুলে সরব হন বিক্ষোভকারীরা। এই বিক্ষোভ কর্মসূচির প্রধান উদ্যোক্তা বিজেপি নেতা বিনয় পাত্র জানান এই বিষয়টি রাজ্য নেতৃত্বের নজরেও আনবেন। কারণ হীড়বাঁধে সমস্ত স্থানীয় নেতা ও পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের অন্ধকারে রেখে রাতারাতি মন্ডল সভাপতি নির্বাচনে করা হয়েছে, যা প্রহসনের নামান্তর তাই এই বিক্ষোভ। অন্যদিকে, রাজ্যের প্রতিমন্ত্রী তথা তৃণমূল নেতা শ্যামল সাঁতরার দাবী বিজেপির দলের আভ্যন্তরীণ বিষক্রিয়ার ফলেই এই বিক্ষোভের ঘটনা ঘটছে। তবে মন্ডল সভাপতিদের সাথে তৃণমূলের আঁতাতের বিষয়টি তিনি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। রাজ্যের তিন বিধান সভা উপ নির্বাচনে ভরাডুবির পর জেলায় বিজেপির নেতা থেকে কর্মী, সমর্থকেরা খানিক মুষড়ে পড়েন। তার জের কাটতে না কাটতেই জেলার মন্ডল সভাপতি আপসারনের দাবীতে একের পর এক বিক্ষোভে বেশ বিব্রত হতে হচ্ছে বিজেপির জেলার শীর্ষ নেতৃত্বকে। আর তা নিয়েই আলোড়ন পরে গেছে জেলার রাজনৈতিক মহলেও।

#দেখুন 🎦 ভিডিও।👇[embed] href="https://www.bankura24x7.com/after-the-attack-the-visiting-super-specialty-block-and-inspected-the-security-the-bsmch-principal-said/img-20191201-wa0021/" rel="attachment wp-att-7296">

Next Story