Home > জঙ্গলমহল খাতড়া > ম্যালেরিয়া, ডেঙ্গু ঠেকাতে সচেতনতার কর্মসুচি পালন করল রাইপুরের মেলেড়া গ্রাম পঞ্চায়েত।
ম্যালেরিয়া, ডেঙ্গু ঠেকাতে সচেতনতার কর্মসুচি পালন করল রাইপুরের মেলেড়া গ্রাম পঞ্চায়েত।
BY Bankura 24x710 Oct 2018 4:18 PM GMT

X
Bankura 24x710 Oct 2018 4:18 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ম্যালেরিয়া,ডেঙ্গুর মতো পতঙ্গ বাহিত রোগ ঠেকাতে, সচেতনতা গড়ে তুলতে পদযাত্রা ও সচেতনতা শিবিরের আয়োজন করল রাইপুর ব্লকের মেলেড়া গ্রাম পঞ্চায়েত।
এই কর্মসূচিতে মেলেড়া হাই স্কুলের শিক্ষক,শিক্ষিকা,ছাত্র, ছাত্রী,আশাকর্মী, ভিআরপি গন,ব্লক প্রশাসনের কর্মী ও আধিকারিক,স্বাস্থ্য দপ্তরেও স্থানীয় পঞ্চায়েতের কর্মী,আধিকারীক এবং গ্রামের মানুষ অংশ নেন।
Next Story