মেয়াদউত্তীর্ণ হওয়ার পরও মিলছেনা টাকা, প্রতিবাদে শালতোড়া সাব পোস্ট অফিসে বিক্ষোভে আমানতকারীরা।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন(প্রসেনজিৎ সাধু,শালতোড়া): মেয়াদউত্তীর্ণ হওয়ার পরও আমানতকারীরা সময় মতো টাকা না পাওয়ায় শালতোড়া সাব পোস্ট অফিসে চড়াও হয়ে বিক্ষোভে সামিল হলেন। তাফের অভিযোগ লিংক না থাকার অজুহাতে মাসের পর মাস টাকা অটকে রাখছে পোস্ট অফিস। অসুস্থ মেয়ের চিকিৎসার প্রয়োজনে নিজের টাকা তুলতে যেমন পারছেন না, তেমনি বার্ধক্য ভাতা তুলতে এসেও চরম হয়রানির শিকার হতে হচ্ছে বয়ষ্কদের। এই অবস্থা দীর্ঘদিন ধরে চললেও কোনো হেলদোল নেই কতৃপক্ষের। পোস্ট মাস্টার নুতন এসেছেন এই দোহাই দিয়ে কার্যত দায় এড়িয়েছেন। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা পোস্ট অফিসের এই বেহাল পরিষেবা কে কাজে লাগিয়ে রাজনীতির ময়দান গরম করতে চাইছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা কালীদাস রায় জানান মানুষকে সাথে নিয়ে এর প্রতিবাদে আন্দোলন নামছেন তারা।
#দেখুন 🎦,ভিডিও। 👇[embed]