দেবীপুরে ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল জলহরি ফ্রেন্ডস ক্লাব।
BY Bankura 24x716 Sept 2018 11:30 PM IST

X
Bankura 24x716 Sept 2018 11:30 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দেবীপুর বাসুলী সংঘের পরিচালনায় দুই-দিবসীও ফুটবল প্রতিযোগিতার আজ ফাইনাল খেলায় জয়ী হল জলহরি ফ্রেন্ডস ক্লাব।
দেবীপুর বাসুলী সংঘের ফুটবল মাঠে,আজকের ফাইনাল খেলায় জলহরি ফ্রেন্ডস ক্লাব দেবীপুর বন্ধু একাদশকে ১- ০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এই দুই-দিবসীও ফুটবল প্রতিযোগিতায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। টানটান উত্তেজনায় ভরা আজকের ফাইনাল খেলা রীতিমতো উপভোগ করেন উপস্থিত দর্শকেরা। গ্রামের খেলা হলেও মাঠে ছিল উপচে পড়া ভীড়।
Next Story