বড়জোড়ার দুই কোলিয়ারীর জমি জট কাটাতে নুতন বর্ধিত ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষনা প্রশাসনের। #জেনে নিন কোন জমির মালিক,কি হারে ক্ষতিপূরণ পাবেন।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার বড়জোড়ার ট্রান্স দামোদর ও বাকুলিয়া এই দুই কোলিয়ারীর জমি জট কাটাতে ও বাস্তু হারাদের ক্ষতিপূরণ প্যাকেজ স্থির করতে বুধবার জেলা প্রশাসন ৫ ঘন্টার ম্যারাথন বৈঠকে বসে। পিডিসিএল,জমি হারাদের প্রতিনিধি এবং স্থানীয় জন প্রতিনিধি দের নিয়ে জেলা শাসকের উপস্থিতিতে এই বৈঠকে ক্ষতিপূরণের প্যাকেজ ঘোষনা করা হয়। জেলা শাসক উমা শঙ্কর এস বাঁকুড়া২৪X৭কে জানান,বৈঠকে ঠিক হয়েছে একর প্রতি,কৃষি জমির ক্ষেত্রে ১৬ লাখ টাকা,পুকুরের জন্য ১৩ লাখ টাকা এবং বাস্তু জমির জন্য ২৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আর,বাড়ী ভাঙ্গা পড়লে তিন কাঠা জমির ওপর ৫৫০ স্কোয়ার ফিটের বাড়ী তৈরীর খরচ বাবাদ ৬ লাখ ৬০ হাজার টকা পাবেন বাস্তুহারারা। পাশাপাশি, দুই একরের বেশী জমি প্রকল্পের জন্য নেওয়া হলে সেক্ষেত্রে,একজন কে চাকুরীও দেওয়া হবে। প্রসঙ্গত, ট্রান্স দামোদর কোলিয়ারীর জন্য প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর কোলিয়ারী সম্প্রসারণের জন্য আরো প্রায় ৬৮০ থেকে ৮০০ একর জমি প্রয়োজন। এই জমির অধিগ্রহণের জন্য বছর দুয়েক আগে কোলিয়ারী কমিটি জমির ক্ষতিপূরণের সিলিং ঘোষণা করলেও এই সময়ের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করে উঠতে পারেনি প্রশাসন। ইতিমধ্যে জমিহারা পরিবারগুলি দুটি কোলয়ারীতেই আন্দোলনে সামিল হন। জমি জটে আটকে থাকে কোলিয়ারীর কাজের স্বাভাবিক ছন্দ, ও তার সম্প্রসারণ। সেই সমস্যা মেটাতেই নুতন করে জমিহারা বা বাস্তুহারাদের জন্য সংশোধিত ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষনা করল প্রশাসন।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]