জঙ্গলমহল খাতড়া

সহমর্মী প্রকল্পের সুফল ! ,শৌচাগার শূন্য কুসুম ডুংরি গ্রামে শৌচাগার গড়ার ঘোষনা জেলাশাসকের।

সহমর্মী প্রকল্পের সুফল ! ,শৌচাগার শূন্য কুসুম ডুংরি গ্রামে  শৌচাগার গড়ার ঘোষনা জেলাশাসকের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফের সহমর্মী প্রকল্পে গ্রামে গিয়ে আম জনতার সাথে দরবার করলেন জেলা শাসক উমা শঙ্কর এস।

এদিন, সাত সকালেই জঙ্গল মহলের সিমলাপাল ব্লকের কুসুম ডুংরি,বাগাখুলিয়া,বিজারডিহি গ্রাম চষে বেড়ান তিনি।

বিডিওর জোগাড় করা একটি রেসিং বাই সাইকেল নিয়ে গ্রামে,গ্রামে ঘোরেন জেলাশাসক। কথা বলেন গ্রামবাসীদের সাথে।তাদের,রেশন পরিষেবা,চাষবাস,জলের সমস্যা,বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা তারা পান কিনা? তা জেনে নেন তিনি।

গ্রামের আইসিডিএস সেন্টারের খিচুড়ি চেখেও দেখেন জেলাশাসক,এবং গুন মান ও স্বাদ ঠিক না থাকায় উষ্মা প্রকাশ করে, আইসওডিএস কর্নীদের শোকজ করারও নির্দেশ দেন।

এবং শৌচাগারের কথা জিজ্ঞাসা৷ করতে গিয়ে তিনি জানতে পারেন, কুসুম ডুংরি গ্রামে কোনো শৌচাগার নেই। বেস লাইন সার্ভেতে কোনে অজ্ঞাত কারনে এই গ্রামের নাম বাদ পড়ে যায়।

এখন এই গ্রামকে নির্মল গ্রাম হিসেবে গড়ে তুলতে, এন আর ইজিএস প্রকল্পে গ্রামে শৌচাগার তৈরি করা হবে বলেও তিনি এদিন গ্রামবাসীদের জানান।

তার এই সহমর্মিতায় খুশী গ্রামবাসীরাও।

#দেখুন ভিডিও।[embed]

Next Story