জঙ্গলমহল খাতড়া

সরকারের উন্নয়ন ও পরিষেবা নিয়ে আম জনতার আভিযোগ শুনতে, চট পেড়ে বসে সহমর্মী বৈঠক জেলাশাসকের।

সরকারের উন্নয়ন ও পরিষেবা  নিয়ে আম জনতার আভিযোগ শুনতে, চট পেড়ে বসে সহমর্মী বৈঠক জেলাশাসকের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : #বাঁকুড়া : রাজ্য সরকারের উন্নয়ন ও সরকারী পরিষেবায় গ্রামের মানুষ বাস্তবে কতটা উপকৃত বা আদৌ তারা এই সব সুযোগ সুবিধা পেয়েছেন? না তা কাগজে কলমেই সীমাবদ্ধ!তার সরজমিনে জরিপের জন্য গ্রামের মানুষের সাথে চট পেতে বসে মুখোমুখি বৈঠক সারলেন জেলাশাসক। সাথে,বিডিও,এসডিও সহ জেলার অন্যান্য আধিকারিকরাও উপস্থিত হলেন।

জেলার জঙ্গলমহলের তালডাংরা ব্লকের মহদা গ্রমে বসে প্রশাসনের এই সহমর্মী সভা। সভায় শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামের মানুষ। তারা জেলাশাসক কে বলেন এতদিন আমরা ভয়ে দূর্নীতি, বেনিয়ম নিয়ে অভিযোগ জানাতে পারিনি, কারণ তখন অভিযোগ করলে প্রাণে মেরে ফেলার হুমকী দিত শাসক দলের লোকজন। এখন গ্রামে আপনাকে পেয়ে নির্ভয়ে সব বলার সু্যোগ পেয়েছি। গ্রামে একশ দিনের কাজে ব্যাপক দূর্নীতি, উন্নয়নের কাজে বেনিয়ম সহ একাধিক অভিযোগ তুলে সরব হন গ্রাম বাসীরা।

শাসক দলের লোকজন নানা ভাবে তাদের দূর্নীতি ঢাকতে চেষ্টা করলেও তা ধোপে টেকেনি। জেলাশাসক প্রকাশ্যেই এই অভিযোগ গুলোর তদন্তের আশ্বাস দেন। সাথে,সাথে জেলাশাসক কে করতালি দিয়ে সাধুবাদ জানান গ্রামবাসীরা।

পাশাপাশি,এবার থেকে এই গ্রামে একশ দিনের কাজে কর্ম দিবস বাড়ানোর কথাও ঘোষণা করেন জেলাশাসক। গ্রামের রাস্তা, পানীয় জল,সহ নানা সরকারী পরিষেবা নিয়ে পর্যালোচনা করেন গ্রামের বাসিন্দারা। ঠিকাদারের মৃত্যুতে গ্রামের রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়ায় সমস্যা রয়ে গেছে। সেই সমস্যা কাটানোর আশ্বাস মেলে সহমর্মী বৈঠকে।

জেলাশাসক জানান, আগামী ১লা জুলাই থেকে জেলা জুড়ে ব্লক,মহকুমা,ও জেলাস্তরে নিয়মিত এই ধরনের অভিযোগ প্রশাসনের নজরে আনতে, প্রতি সোমবার শিবির করে "গণ অভিযোগ"- দিবস পালন করা হবে।

#দেখুন🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/sand-overloaded-5-lorry-seized-by-local-public-and-hand-over-to-police-at-indas/img-20190604-wa0033/" rel="attachment wp-att-5226">

Next Story