জঙ্গলমহল খাতড়া

ইঁন্দপুর হাসপাতালে হটাৎ হানা জেলাশাসকের , পানীয় জল ও সুলভ শৌচাগারের সমস্যা মেটানোর নির্দেশ।

ইঁন্দপুর হাসপাতালে হটাৎ হানা জেলাশাসকের , পানীয় জল ও সুলভ শৌচাগারের সমস্যা মেটানোর নির্দেশ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আচমকা ইঁন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হানা দিলেন জেলা শাসক ডাঃ উমা শঙ্কর এস।

আজ সরজমিনে পুরো হাসপাতাল ঘুরে দেখেন তিনি। কথা বলেন, রোগী ও তাদের আত্মীয় স্বজনদের সাথেও।

হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে কোনো অভিযোগ না মিললেও, পানীয় জল ও সুলভ শৌচাগারের সমস্যার অভিযোগ ওঠে।

তবে, সেই সমস্যা মেটাতে জেলাশাসক সাথে,সাথে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ব্লক প্রশাসনের মাধ্যমে অতি স্বত্বর পানীয় জলের সমস্যা মেটানো হবে।

আর, স্থানীয় স্বয়ম্ভর গোষ্ঠীকে দায়িত্ব দিয়ে সুলভ শৌচাগার চালুরও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

তবে, মোটের ওপর এখানকার পরিসেবা সন্তোষজনক বলেই জানান জেলাশাসক।

পাশাপাশি, হাজিরা ও চিকিৎসা পরিসেবা স্বাভাবিক রাখতে, ফের যে কোন সময় এই হাসপাতালে হানা দেবেন, এমন ইঙ্গিতও দেন জেলাশাসক ডাঃ উমা শঙ্কর এস।

#দেখুন ভিডিও।

[embed]

Next Story