ব্রেকিং নিউজ

শহরের বস্তিতে,বস্তিতে শূকর,কুকুরের অবাধ বিচরন ঠেকাতে, পুরসভাকে কি দাওয়াই দিলেন জেলাশাসক? জানতে, পড়ুন এই প্রতিবেদন।

শহরের বস্তিতে,বস্তিতে শূকর,কুকুরের অবাধ বিচরন ঠেকাতে, পুরসভাকে কি দাওয়াই দিলেন জেলাশাসক?  জানতে, পড়ুন এই প্রতিবেদন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার শহরের বস্তিতে,বস্তিতে শূকর,কুকুরের অবাধ বিচরণে রাশ টানতে নুতন দাওয়াই জেলাশাসকের।

আজ, সকালে শহরের লোকপুরে বস্তি পরিদর্শনে গিয়ে শুকরের অবাধ বিচরণের ঘটনায় টনক নড়ে জেলা প্রশাসনের।

এসডিও,পুরপ্রধান ও উপ পুরপ্রধান কে সাথে নিয়ে জেলাশাসকের এলাকা পরিদর্শনের সময়,আচমকা শূকর বাবাজীর দাপাদাপিতে বিড়ম্বনায় পড়তে হয় খোদ পুর প্রধানকেও!

এমন আচমকা শূকর বিভ্রাটের জেরে বিচলিত হয়ে পড়েন জেলা শাসক ডাঃউমাশঙ্কর এসও।

তারপরই তিনি, শূকর,কুকুরের দাপাদাপি ঠেকাতে, পুরসভাকে শূকর,কুকুর বিচরন করলে, তা ধরে এনে আটকে রাখার দাওয়াই দেন। সাথে জরিমানারও।

শূকর বা কুকুরের মালিক জরিমানা দিলে, তবেই তিনি তার পোষ্যকে ফিরে পাবেন। এবং তাকে সতর্কও করা হবে, যেন খোলা জাগায় তার পোষ্যটি ঘোরাফেরা না করে। এমনটাও জানান জেলাশাসক।

এজন্য পুরসভাকে শূকর ও কুকুরের শেল্টার হাউস তৈরীরও নির্দেশ দেন তিনি।

বাঁকুড়া পুরসভার পুর প্রধান মহা প্রসাদ সেনগুপ্ত, শহরে শূকর,কুকুরের অবাধ বিচরন ঠেকাতে পুরসভা যথেষ্ট তৎপর, বলেও দাবী করেন। তিনি বলেন,আইন করে সব কাজ করা যায়না,মানুষকে সচেতন করা জরুরী। মাইকে প্রচার করে সেই কাজটা পুরসভা করে আসছে।এবার, জেলাশাসকের প্রস্তাব মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

এখন দেখার, জেলাশাসকের এই দাওয়াই কাজে লাগিয়ে, শহরে শূকর,কুকুরের অবাধ বিচরণ ঠেকাতে কতটা সফল হয় বাঁকুড়া পুরসভা?

#দেখুন ভিডিও।[embed]

Next Story