ব্রেকিং নিউজ

রতনপুরে পায়ে হেঁটে গ্রাম পরিদর্শনে জেলাশাসক, কাছে পেয়ে গ্রামে নিশ্চয় যান অমিলের অভিযোগ মহিলাদের। সমস্যা মেটাতে উদ্যোগ প্রশাসনের।

রতনপুরে পায়ে হেঁটে গ্রাম পরিদর্শনে জেলাশাসক, কাছে পেয়ে গ্রামে নিশ্চয় যান অমিলের অভিযোগ মহিলাদের। সমস্যা মেটাতে উদ্যোগ প্রশাসনের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : (অভিজিৎ ঘটক,রতনপুর) : গ্রামে নিশ্চয় যান না মেলায় সমস্যায় পড়তে হচ্ছে গ্রামের প্রসুতিদের! পায়ে হেঁটে, সহমর্মী প্রকল্পে গ্রাম পরিদর্শনে গিয়ে,গ্রামের মহিলাদের কাছে এমনই অভিযোগ শুনতে হল জেলা শাসককে।

সহমর্মী প্রকল্পে গ্রামের মানুষের অভাব,অভিযোগ শুনতে,আজ সকালে জেলার ওন্দা ব্লকের রতনপুর অঞ্চলের, ঘোলকুন্ডা,ডুমুরিয়া গ্রামে যান জেলাশাসক উমাশঙ্কর এস। সাথে ছিলেন বিডিও বিমল কুমার শর্মা সহ স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরাও।

আই,সি,ডি,এস সেন্টারেও হানা দেন তিনি।পথ চলতি ছাত্রীদের সাথেও কথা বলে, তাদের সুবিধা,অসুবিধার কথা জেনে নেন জেলাশাসক।এছাড়াও রেশন দোকান থেকে স্কুলের হাল হকীকত জেনে নেওয়ার পাশাপাশি, অন্যন্য সরকারী পরিষেবার সুবিধা মেলে কিনা,পরিষেবা প্রদানে কোনো ঘাটতি আছে কিনা তা, সরাসরি গ্রামবাসীদের জিজ্ঞাসাও করেন তিনি।

গ্রামের পানীয় জল, সেতু,রাস্তাঘাট সংক্রান্ত কয়েকটি দাবী পূরণেরও আশ্বাস দেন গ্রামবাসীদের।

তিনি বলেন, কিছু ছোটোখাটে সমস্যা রয়েছে, তা মেটানোর উদ্যোগ নেওয়া হবে।আর, নিশ্চয় যানের সমস্যা মেটাতে পঞ্চায়েতের সাময়িকভাবে বন্ধ থাকা অ্যাম্বুল্যান্স সার্ভিস, ফের চালু করার নির্দেশও দেন তিনি।

সহমর্মী প্রকল্পে সকাল,সকাল এভাবে খোদ জেলাশাসকের আগমনে খানিকটা অবাকই হয়েছিলেন গ্রামের মানুষ।তবে,মন খুলে সমস্যার কথা তাকে জানাতে পেরে বেজায় খুশী হয়েছেন তারা।

#দেখুন ভিডিও।[embed]

Next Story