রানিবাঁধে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে ডিএফও'র গরহাজিরা ঘিরে জল ঘোলা! ব্লকে শিশু অপুষ্টি নিয়ে উষ্মা প্রকাশ জেলাশাসকের।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলার ব্লকে,ব্লকে জেলাশাসকের প্রশাসনিক বৈঠকের সূচনা হল আজ জঙ্গলমহলের রানিবাঁধ ব্লক দিয়ে।
রানিবাঁধের বীরসা মুন্ডা মিটিং হলে এদিনের বৈঠকে কোপে পড়ল বন দপ্তর।
জেলার সব দপ্তরের আধিকারিকরা বৈঠকে উপস্থিত থাকলেও বন দপ্তরের ডিএফও,এডিএফও গরহাজির থাকায় বিস্তর জলঘোলা হল এদিন।
বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের ডিএফও মহিমা প্রাসাদ প্রধান নিজে না এসে একজন রেঞ্জার কে পাঠানোয় উষ্মা প্রকাশ করেন জেলাশাসক উমা শঙ্কর এস। এমনকি বন দপ্তরের অসহযোগিতার ফলে বন দপ্তরের জমিতে আইসিডিএস স্কুল বিল্ডিং তৈরির কাজ আটকে যাওয়ায় বন দপ্তরের রানিবাঁধের রেঞ্জার ভাবনা লামাকে জেলাশাসক এবং বৈঠকে উপস্থিত জিলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতির কোপে পড়তে হয়। এবং সভাধিপতি ও সহ সভাধিপতি বন দপ্তরের এই কান্ডের জন্য খোদ মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানাবেন বলেও বৈঠকে সাফ জানিয়েদেন। পাশাপাশি, জেলাশাসক উমা শঙ্কর এস বন দপ্তরের আধিকারিকের এদিনের বৈঠকে গর হাজিরের কথা রাজ্যে সেক্রেটারি পর্যায়ে জানাবেন বলে সূত্রের খবর।
এদিনের প্রাশাসনিক বৈঠকে, সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্মু,সহ সভাধিপতি শুভাশিস বটব্যাল,জেলা শাসক উমা শঙ্কর এস,পুলিশ সুপার কোটেশ্বর রাও,বিধায়ক জ্যোৎস্না মান্ডি সহ জেলার পুরো লাইন ডিপার্টমেন্ট,বিডিও ও পঞ্চায়েতের জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিন,জঙ্গলমহলের বৈঠকে বন দপ্তরের আধিকারিকের গর হজিরের পাশাপাশি, রানিবাঁধে আইসিডিএস সেন্টার গুলির বেহাল দশা, ও এই ব্লকে অপুষ্টির হারে উষ্মা প্রকাশ করেন জেলাশাসক। রানীবাঁধে ব্লকে ৬০টি শিশু অপুষ্টির শিকার। এছাড়াও খাদ্য দপ্তরের রেশন ব্যবস্থা নিয়েও এদিন ভুরি,ভুরি অভিযোগ তোলেন পঞ্চায়েতের জন প্রধিনিধি থেকে বিধায়কও। একশ দিনের কাজ,রস্তাঘাটের সমস্যা নিয়েও উঠে আসে নানা সমস্যার কথা। রাণিবাঁধের বীরষা মুন্ডা মিটিং হলের এদিনের বৈঠকের ভিত্তিতে উঠে আসা যাবতীয় সমস্যা মেটানোর বিষয়টি দেখভালের জন্য ব্লকের নোডাল অফিসারকে দায়িত্বও দেন জেলাশাসক। পুলিশ সুপার কোটেশ্বর রাও এদিন জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের পুলিশি সহায়তার আশ্বাস দেন।
জেলাশাসক জানিয়েছেন,তিনি,ও পুলিশ সুপার জেলার সমস্ত লাইন ডিপার্টমেন্ট নিয়ে একে,একে জেলার প্রতিটি ব্লকে এই প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন। এর পরবর্তী বৈঠকটি হবে জেলার ইন্দাস ব্লকে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]