শহর বাঁকুড়া

বিদ্যাসাগরের জন্ম জয়ন্তীতে,শহরের বিদ্যাভবনে অনুষ্ঠিত হয়ে গেল আলোচনা সভা ।

বিদ্যাসাগরের জন্ম জয়ন্তীতে,শহরের  বিদ্যাভবনে অনুষ্ঠিত হয়ে গেল আলোচনা সভা ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন: ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী উপলক্ষ্যে আজ বিকেলে শহরের বিদ্যাভবনের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল।

বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত এই সভায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোচক, বক্তা অধ্যাপক ডাঃ অশোক বন্দ্যোপাধ্যায়। তিনি,বাংলা ও বাঙালীর সমাজ ও শিক্ষা ব্যবস্থায় আজও বিদ্যাসাগরের প্রাসঙ্গিকতার বিষয়টি সহজ ও সরল ভাষায় সাবলীল ভাবে তুলে ধরেন। অন্যান্য বক্তাদের মধ্যে অধ্যাপক অরবিন্দ চট্যোপাধ্যায়, প্রাবন্ধিক ও সাংবাদিক সুকুমার বন্দ্যোপাধ্যায় প্রমুখ আলোচনায় অংশ নেন।

প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন রিঙ্কু বন্দ্যোপাধ্যায় বলেন আজকের দিনে বিদ্যাসাগরের স্মৃতি তর্পনের এই মঞ্চে আমরা বিশিষ্ট আলোচকদের আলোচনায় বিদ্যাসাগরের জীবনের নানা দিক,বাংলার সমাজ জীবনে তাঁর অবদানের কথা উঠে এসেছে।

যা, আজকের শ্রোতাদের ও সমৃদ্ধ করেছে।

#দেখুন ভিডিও।[embed]

Next Story