চলে গেলেন প্রবীন চিকিৎসক ডাঃ লালমোহন গঙ্গোপাধ্যায়। শহর জুড়ে শোকের ছায়া।
BY Bankura 24x715 Dec 2018 12:47 PM GMT
X
Bankura 24x715 Dec 2018 12:47 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া হারালো আরও এক কৃতি সন্তান কে। চলে গেলেন প্রবীণ চিকিৎসক, সমাজসেবী, নাট্য শিল্পী ও বাচিক শিল্পী ডাঃলালমোহন গঙ্গোপাধ্যায়। তাঁর মৃত্যুতে শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বেশ কিছুদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন লালমোহন বাবু।
আজ সনামধন্য এই চিকিৎসক কে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর স্কুলডাঙ্গার বাস ভবনে আসেন, শহরের বিভিন্ন স্তরের অগনিত মানুষ।
বাঁকুড়ার এই কৃতি সন্তানের প্রয়াণে শোকগ্রস্ত বাঁকুড়া২৪x৭ পরিবার। তাঁর প্রতি রইল অন্তিম শ্রদ্ধা।
Next Story