লকডাউনে থাকা,খাওয়ার সঙ্কট! পায়ে হেঁটে রাইপুর থেকে বিহার পাড়ি পরিযায়ী শ্রমিকদের।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ার জঙ্গলমহলের রাইপুর থানার ল্যাম্পস সমবায় সমিতি পরিচালিত হিমঘর থেকে বেরিয়ে পায়ে হেঁটে ৩৩ জন ঠীকা শ্রমিক লকডাউন ভেঙ্গে বাঁকুড়া -রানিগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়ক ধরে বিহার রাওনা দিলেন।রাইপুরের সবুজবাজার থেকে এই পরিযায়ী শ্রমিকদের দল বুচকি,বোচকা বেঁধে রাজ পথে হাঁটছেন আর পথে মাঝে, মধ্যে জিরিয়ে নিচ্ছেন।তার পর ফের পথ চলা শুরু।
জানাগেছে,এই পরিযায়ীব শ্রমিকদের দলটি মার্চ মাসে আলু মজুতের কাজে যোগ দিতে ঠীকাদারের মাধ্যমে রাইপুর আসে। লকডাউনে হিমঘর বন্ধ হলে কাজ হারান। জমানো টাকাও শেষ। যেহেতু ঠীকা শ্রমিক তাই হিমঘর এদের দায় নিচ্ছে না। আবার ঠীকাদারও জানিয়ে দিয়েছে, তিনি শ্রমিকদের সাহায্য করতে অপারগ।এই অবস্থায় এই ৩৩ জনের শ্রমিক পায়ে হেঁটে বাড়ীর উদ্দেশ্যে বিহার রওনা দিচ্ছেন।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]