দ্বিতীয় স্ত্রীর স্বীকৃতি বিভ্রাটের জেরে থানায় নালিশ,ধৃত বিজেপি নেতা অরুপের দুদিনের পুলিশ হেপাজত।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বৌ,বাচ্চা নিয়ে নিজেরই ভরা সংসার! তবুও সেই সংসারকে উপেক্ষা করে আর এক রমনীর সাথে সংসার পেতে ছিলেন জেলার শালতোড়ার বিজেপির মণ্ডল সভাপতি অরুপ মন্ডল! আর তারই জেরে এবার গ্রেপ্তার হতে হল তাকে।ধৃত এই নেতাকে আজ বাঁকুড়া আদালতে তোলা হলে বিচারক দুই দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বলে জানা গেছে। প্রসঙ্গত, আজ থেকে প্রায় দেড় বছর আগে অভিযোগকারিণী মহিলাকে অরুপ বাবু তারকেশ্বরে বিয়ে করেন। যদিও অরুপ বাবু যে বিবাহিত তা ওই অভিযোগকারিণীও জানতেন। কিন্তু ভালোভাসার টানেই তারা এই বিয়ে করেন বলে দাবী করেছেন ওই মহিলা।
মহিলার দাবী,ছেলেদের স্কুলে পৌঁছে দেওয়ার সময় এদের দুজনের পরিচয়। তারপর ফেসবুকে চ্যাট করতে করতে গড়ে ওঠে সম্পর্ক। তা গড়ায় দৈহিক মেলামেশায়। কিন্তু মহিলা স্ত্রীর স্বীকৃতি চাইতেই সম্পর্কে চিড় ধরে। দুর্গাপুরের এ জোনে একটি ভাঁড়া বাড়িতে অরুপ বাবু তার এই দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার পেতে ছিলেন। সেখান থেকেই সোমবার বিকেলে আচমকা অরুপ বাবুর শালতোড়ার পাবড়া মোড়ের বসত বাড়ীতে চড়াও হয়ে ওই অভিযোগকারিণী স্ত্রী হিসেবে অধিকারের দাবী জানালে উত্তেজনা ছড়ায়। অভিযোগ,অরুপ বাবুর ভাই সহ অন্যান্যরা মিলে ওই মহিলাকে মারধর ও গালিগালাজ করে। ঘটনার খবর পেয়ে শালতোড়া থানার পুলিশ মহিলা কে থানায় উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে রাখে। পরে এই মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজেপি নেতাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল সামন্ত। অন্যদিকে, অভিযুক্ত বিজেপি মন্ডল সভাপতি অরুপ মন্ডলের পাল্টা দাবী,তার বিরুদ্ধে শাসক দল রাজনৈতিক চক্রান্ত করে মিথ্যে মামলায় ফাঁসাতেই মহিলাকে দিয়ে এই অভিযোগ দায়ের করিয়েছে। তার কোন দোষ নেই। যদিও, তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ খারিজ করে ধৃত অরুপ মন্ডলের শাস্তির দাবী তোলা হয়েছে।এদিকে, অরুপকে গ্রেপ্তারের পর তার শাস্তির দাবীতে সোমবার রাতে শালতোড়া থানায় বিক্ষোভে সামিল হয় স্থানীয় নাগরিক সমিতি। পাশাপাশি,এই বিজেপি নেতার স্ত্রী বিভ্রাটের জেরে শালতোড়ার রাজনৈতিক মহলেও পড়েছে জোর আলোড়ন!
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]