বাঁকুড়া - দুর্গাপুর রাজ্য সড়কের বেহাল দশা,প্রতিবাদে রাস্তায় ধান লাগিয়ে অবরোধ বিক্ষোভে যুব ফেডারেশন।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া -দুর্গাপুর রাজ্য সড়কের বেহাল দশা এবং ঠিক ব্যারেজে ঢোকার মুখে ভাঙ্গাচোরা রাস্তা সারাইয়ের দাবীতে রাজ্য সড়কে ধানের চারা লাগিয়ে,পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল ডি ওয়াই এফের বড়জোড়া লোকাল কমিটি যার ফলে, কিছুক্ষণ এই ব্যস্ততম রাজ্য সড়কে যান চলাচল ব্যহত হয়ে পড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, বেহাল রাস্তায় প্রায় যেমন দূর্ঘটনা ঘটছে , তেমনি গাড়ীর স্প্রিং পাতি ভেঙ্গে গিয়ে তা ব্যারেজের রাস্তায় দাঁড়িয়ে থাকায় প্রায় যানজটে নাকাল হতে হচ্ছে আম জনতা কে। এ-র প্রতিবাদেই আজকের এই কর্মসুচী নেয় যুব ফেডারেশন। শেষে, প্রশাসনের পক্ষ থেকে ১৫ দিনের মধ্যে এই রাস্তা সারাইয়ের আশ্বাস দেওয়ায় বিক্ষোভ অবরোধ তুলে নেওয়া হয়। তবে, ১৫ দিনের মধ্যে রাস্তা সারাইয়ের দাবী না পূরণ হলে যুব ফেডারেশন ফের বড়ো আন্দোলনে নামবে বলে হুমকি দিয়েছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]