#LIVE NEWS *দেশে কবে কোথায় ভোট? জেনে নিন।
BY Bankura 24x710 March 2019 11:54 AM GMT
X
Bankura 24x710 March 2019 11:54 AM GMT
[embed]https://www.facebook.com/ECI/videos/394105211153912/[/embed]
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও ঘোষণা হল ২০১৯ লোকসভা নির্বাচনের দিনক্ষণ । রাজ্যের ৪২টি আসনে এবার মোট ৭ দফায় ভোটগ্রহণ হবে বলে দিল্লিতে সাংবাদিক বৈঠকে জানালেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনিল অরোরা। এই ঘোষণার ফলে সারা দেশের সাথে পশ্চিমবঙ্গেও লাগু হয়ে গেল আদর্শ নির্বাচনী আচরণ বিধি। #পশ্চিমবঙ্গে প্রথম দফায় ১১ মার্চ, ২ টি আসনে ভোটগ্রহণ হবে। ১৮ মার্চ দ্বিতীয় দফায় ৩টি, ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ৫টি,আসনে ভোট নেওয়া হবে ২৯ এপ্রিল চতুর্থ দফায় ৮টি, ৬ মে পঞ্চম দফায় ৭টি, ১২ মে ষষ্ঠ দফায় ৮টি এবং ১৯ মে সপ্তম তথা শেষ দফায় ৯টি আসনে ভোটগ্রহণ হবে বলে আজ ঘোষনা করল নির্বাচন কমিশন।
Next Story