জঙ্গলমহল খাতড়া

সারেঙ্গায় কী করে একে- ৪৭ এর গুলি ছিটকে, আহত হলেন ইএফআর জওয়ান ? বিস্তারিত জানতে, পড়ুন এই প্রতিবেদন।

সারেঙ্গায় কী করে একে- ৪৭ এর গুলি ছিটকে, আহত হলেন ইএফআর জওয়ান ? বিস্তারিত জানতে, পড়ুন এই প্রতিবেদন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ঘড়িতে তখন সকাল সাড়ে আটটা। সারেঙ্গার থানা লাগোয়া ইএফআর ক্যাম্পে একে-৪৭ বন্দুক পরিস্কার করছিলেন ল্যান্স নায়েক ভোলা বাহাদুর গুরুং।আর, তার পাশে চেয়ারে বসে ছিলেন কনস্টেবল বিজয় মথ (৩৮)।

এর পর যখন একে -৪৭ এর আ্যারসেনাল নাম্বার পরীক্ষা করতে যান ভোলা বাহাদুর তখনই ঘটে বিপত্তি! ম্যাগাজিন বেরও করেন তিনি এবং সিলিংএর দিকে বন্দুকের নল তাক করে, ট্রিগার টেপেন। কিন্তু তিনি বুঝতে পারেননি যে বন্দুকে গুলি রয়েছে।ওই গুলি সিলিং লাগার পর, আচমকা ছিটকে চেয়ারে বসে থাকা বিজয়ের ঘাড় ও গলায় আঘাত করে। সাথে,সাথে প্রচুর রক্তপাত হয়।তড়িঘড়ি, তাকে সারেঙ্গা মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, এক্সরে করে চিকিৎসাকরা জানান, কোনো বুলেট ইঞ্জুরি পাওয়া যায়নি। তবে বুলেটের স্প্রিন্টারে চোট লাগে।

এই ঘটনায় ইএফ আরের ২ নাম্বার ব্যাটেলিয়ানের ক্যাম্পে চাঞ্চল্য ছড়ায়।তবে আহত জওয়ান বিপদমুক্ত হওয়ার খবরে ক্যাম্পের সহকর্মীদের মনে স্বস্তি ফিরে আসে।

খাতড়ার মহকুমা পুলিশ আধিকারিক বিবেক বর্মা জানান, নিছক অসাবধানতার ফলেই এই দূর্ঘটনা ঘটে।তবে, আহত জওয়ানের অবস্থা স্থিতিশীল এবং সে বিপদমুক্ত। পাশাপাশি ক্যাম্পের পরিস্থিতিও স্বাভাবিক।

Next Story