Home > ব্রেকিং নিউজ > আজ জেলা জুড়ে পালিত হল খুশীর ঈদ,ছিল বিশেষ নামাজ পাঠের আয়োজনও। #দেখুন 🎦 ভিডিও প্রতিবেদন।
আজ জেলা জুড়ে পালিত হল খুশীর ঈদ,ছিল বিশেষ নামাজ পাঠের আয়োজনও। #দেখুন 🎦 ভিডিও প্রতিবেদন।
BY Bankura 24x75 Jun 2019 7:47 AM GMT

X
Bankura 24x75 Jun 2019 7:47 AM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রমজান শেষে আজ ঈদের খুশীতে মাতলেন জেলার মুসলিম সম্প্রদায়ের মানুষ জন।আজ সকালে শহরের মাচানতলায় বঙ্গ বিদ্যালয় মাঠে ঈদের বিশেষ নামাজ পাঠের আয়োজন ছিল। নামাজ শেষে চলে একে অপরকে আলিঙ্গন করা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পালা। সেইসঙ্গে ঈদের প্রাণ ভরা খুশীর জোয়ারে ভাসল শহর।
বাঁকুড়া২৪X৭ পরিবারের পক্ষ থেকেও সকলের প্রতি রইল ঈদের শুভেচ্ছা।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story