Home > নজরে ভোট > #Election Breaking News: জেলায় আসছে আরও ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জানালেন জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও।
#Election Breaking News: জেলায় আসছে আরও ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জানালেন জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও।
BY Bankura 24x74 May 2019 10:40 AM GMT

X
Bankura 24x74 May 2019 10:40 AM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় ভোটের আগে আরও ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে।এর আগে প্রথম পর্যায়ে জেলায় ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ফলে জেলায় এখন মোট ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের আগে এরিয়া ডোমিনেশনের কাজ করবে। এছাড়াও কাল আরো ১ কোম্পানি বাহিনী আসার কথা রয়েছে বলেও জানান জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও।
Next Story