নজরে ভোট

জেলায় ভোটে নজরদারীর জন্য রাস্তায় নামল ১২টি ফ্লাইং স্কোয়াড টিমের গাড়ি। দেখুন 🎦 ভিডিও।

জেলায় ভোটে  নজরদারীর জন্য রাস্তায় নামল ১২টি ফ্লাইং স্কোয়াড টিমের গাড়ি। দেখুন 🎦 ভিডিও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় ভোটে সার্বিক নজরদারী ও ভোটারদের সচেতন করে তোলার পাশাপাশি,ভোটারদের মনে আত্মবিশ্বাস বাড়াতে আজ থেকে পথে নামল ফ্লাইং স্কোয়াড টিম। এদিন,জেলাশাসকের আফিস প্রাঙ্গণে সবুজ পতাকা নাড়িয়ে ১২ টি টিমের জন্য, ১২ টি গাড়ীর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন জেলাশাসক ডাঃ উমা শঙ্কর এস, পুলিশ সুপার কোটেশ্বর রাও সহ অন্যান্য আধিকারিকরা। জেলার ১২ টি বিধানসভা ক্ষেত্রে ১২টি গাড়ি চড়ে ফ্লাইং স্কোয়াড টিম নজর চালাবে- আদর্শ নির্বাচনী বিধি থেকে সার্বিক পরিস্থিতির ওপর। জিপিএস, আই,পি ক্যামেরা,ও অন লাইন মনিটারিং সুবিধা যুক্ত এই গাড়ির প্রতি টিমে এক জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ আধিকারিক,কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য, ও ক্যামেরা ম্যান থাকবেন। প্রতি বিধান সভায় একটি করে স্কোয়াড নজরদারী চালাবে। জেলাশাসক জানান, নজরদারীর পাশাপাশি, এলাকায় ভোটারদের সচেতন করা,ভোটারদের মনে আআত্মবিশ্বাস গড়ে তোলার কাজও করবে এই ফ্লাইং স্কোয়াড।

#দেখুন🎦ভিডিও 👇[embed]

Next Story