জঙ্গলমহল খাতড়া

রানিবাঁধে একই দিনে হাতির আক্রমণে মহিলা লোক শিল্পী সহ ২ জনের মৃত্যু। জেলার জঙ্গল মহল জুড়ে ছড়াল হাতির আতঙ্ক!

রানিবাঁধে একই দিনে হাতির আক্রমণে মহিলা লোক শিল্পী সহ ২ জনের মৃত্যু। জেলার জঙ্গল মহল জুড়ে ছড়াল হাতির আতঙ্ক!
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সারেঙ্গা থেকে হাতির পাল রানীবাঁধে ঢুকে আজ দুজনকে আছড়ে মেরে ফেলায় জেলার সারা জঙ্গলমহল জুড়ে হাতির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই দুই জনের মধ্যে একজন মহিলা লোকশিল্পীও রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে সারেঙ্গা থেকে হাতির পাল রাঙ্গাশোল ও হলুদকানালী হয়ে রানিবাঁধে ঢোকে।এই বুনো হাতির পালটি আজ ভোর বেলায় হানা দেয় রানিবাঁধ ব্লকের বুথখিলা গ্রামে। প্রথমে ধরণী সর্দারের বাড়ীর বারান্দায় হাতি ঢুকে পড়লে ধরণী বাবু ভয়ে চিৎকার জুড়েদেন। সেই সময় হাতি ধরণী বাবুকে শুঁড়ে পেঁচিয়ে, আছাড় দিয়ে মেরে ফেলে।পাশাপাশি, এই গ্রামের বাউলও ঝুমুর সম্প্রদায়ের এক মহিলা লোক শিল্পী বাসন্তী সিং সর্দার ভোরে প্রাত্যঃকৃত্য সারতে গেলে তিনিও হাতির সামনে পড়ে যান। তাকেও আছড়ে,পা দিয়ে চেপে মেরে ফেলে হাতিটি। একদিনে দুই জনের এই মৃত্যুর ঘটনায় এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। প্রতিবাদে সামিল হন পথ অবরোধেও। তাদের অভিযোগ হাতি তাড়ানোর অভিযানে নামলেও তা বন দপ্তর আগাম প্রচার না করায় এভাবে দুজনের প্রাণ গেল। তারা অবিলম্বে গ্রাম থেকে হাতির পাল সরানোর দাবীতে সরব হয়েছেন। এখন হাতির পাল বামনি পাহাড়ের পাদদেশে রয়েছে বলে খবর মিলেছে।

#দেখুন 🎦 ভিডিও 👇[embed] href="https://www.bankura24x7.com/the-mp-recorded-the-absence-of-staff-by-opening-the-closed-post-office-gate-at-bankura-on-lf-and-cong-join-strike-day/img-20200108-wa0027_1024x1280_768x960/" rel="attachment wp-att-7702">

Next Story