মিড ডে মিলের ভাঁড়ার ঘরে হানা দিয়ে চাল সাবাড় করে চম্পট তিন হাতির। গদারডিহি হাই স্কুলে চাঞ্চল্য!

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মিড ডে মিলের ভাঁড়ার ঘরের টান কিছুতেই এড়াতে পারছেনা গজরাজের দল! তাই স্কুলের মিড ডে মিলের ভাঁড়ার ঘরের দরজা ভেঙ্গে চালের ড্রাম উলটে চাল খেয়ে পরম তৃপ্তিতে জঙ্গলে গা ঢাকা দিল তিনটি হাতি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বড়জোড়ার গদারডিহি হাই স্কুলে। এর আগে একই কায়দায় স্কুলে হাতির হানার ঘটনা ঘটে গত ২৮ শে আগস্ট। ফের আবার ঘটল হাতির হানা। ফলে আতঙ্কে রয়েছে স্কুল কতৃপক্ষ। তাই হাতির হানা ঠেকাতে তারের বেড়া এবং স্কুলে রাতে হ্যালোজেন লাইটের দাবী তুলেছেন তারা। আর পরপর এই হানার ফলে স্কুলে ক্ষয়ক্ষতিও বাড়ছে। আর হাতির দল আকছার এমন করে চাল খেয়ে সাবাড় করলে স্কুলের মিড ডে মিল চালানো দুষ্কর হয়ে পড়ছে। পাশাপাশি গ্রাম জুড়েও ছড়িয়ে পড়ছে হাতির হানাদারির আতঙ্ক! তারা বারবার এই ঘটনার পুনরাবৃত্তির জন্য বন দপ্তরেকেই দূষছেন। এদিকে,আজ ঘটনার খবর পেয়ে স্কুলে যান বন দপ্তরের আধিকারিকরা। তারা স্কুলের ক্ষয়ক্ষতির জন্য সাহায্যের আশ্বাসও দেন।
#দেখুন 🎦 ভিডিও।👇[embed]