মারখায় রাতের অন্ধকারে স্কুলের মিড ডে মিলের ভাঁড়ার ঘরে হাতির হানা,ভাঙ্গল দরজা!
BY Bankura 24x716 Aug 2019 6:24 PM IST

X
Bankura 24x716 Aug 2019 6:24 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (আদিত্য মাজি, মারখা) : স্কুলের মিড ডে মিলের চালের লোভে রাতের অন্ধকারে প্রায় হানা দিচ্ছে গজ রাজ!জেলার বেলিয়াতোড় থানা এলাকার মারখা গ্রামের জুনিয়ার স্কুলের মিড ডে মিলের ভাঁড়ার ঘরে চালের খোঁজে হানা দিয়ে দুটি হাতি দরজা ভেঙ্গে দিয়েছে। যদিও চাল খেতে পারেনি। মারখার জঙ্গল লাগোয়া এই স্কুলটিতে বাউন্ডারি ওয়াল না থাকায় বহুবার হাতির হানাদারিতে ক্ষয় ক্ষতি হয়েছে। তাই আবিলম্বে এই বাউন্ডারি দেওয়ার দাবীতে সরব হয়েছেন স্কুল কতৃপক্ষ থেকে গ্রামবাসী সকলেই। জুনিয়ার স্কুলের পাশাপাশি প্রাথমিক স্কুলেও হানা দিয়ে হাতিতে কিছু ক্ষয়, ক্ষতি করে বলে জানা গেছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story