ব্রেকিং নিউজ

দুর্লভপুরে জাতীয় সড়কে দাপিয়ে বেড়াল গজ রাজ! #দেখুন ভিডিও।

দুর্লভপুরে জাতীয় সড়কে দাপিয়ে বেড়াল গজ রাজ! #দেখুন ভিডিও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সাত সকালে জাতীয় সড়কে দাপিয়ে বেড়াল গজ রাজ! বন দপ্তর বা পুলিশ প্রশাসনের ওপর ভরসা না রেখে, স্থানীয় বাসিন্দারা নিজেরাই গজ রাজ কে বনে তাড়িয়ে নিয়ে গেলেন।

জেলার মেজিয়া থানার দুর্লভপুরে জাতীয় সড়কে আজ সকালে এমনই ছবি ক্যামেরা বন্দি করলেন আমাদের সংবাদ প্রতিনিধি।

ঘড়ির কাঁটা সবে সাতটা পার হয়েছে। অনেকে, আর পাঁচটা দিনের মতো দোকান পাট খুলছিলেন,আচমকা গজরাজের হানায় দোকান ছেড়ে প্রাণে বাঁচতে ছুটতে থাকেন তারা !

একন কি হাতি ঠেকাতে জড়ো হন প্রায় শতাধিক মানুষও। হাতির পিছু ধাওয়া করে শেষ পর্যন্ত দামাল দাঁতালটিকে বনে তাড়িয়ে নিয়ে যেতে সফল হলেন গ্রামের মানুষ জন। পাশাপাশি,চলল গজরাজের ছবি মোবাইল বন্দি করার ধূম!

#দেখুন 🎦ভিডিও 👇[embed] href="https://www.bankura24x7.com/shaping-light-lets-2d-microscopes-capture-4d-data-by-bankuras-chayan-dutta/img-20190222-wa0013/" rel="attachment wp-att-3698">

Next Story