ব্রেকিং নিউজ

জেলায় ফের হাতির হানায় মৃত্যু,বেলিয়াতোড়ে মৃত বন দপ্তরের অস্থায়ী শ্রমিক।

জেলায় ফের হাতির হানায়  মৃত্যু,বেলিয়াতোড়ে মৃত বন দপ্তরের অস্থায়ী শ্রমিক।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফের হাতির জানায় মৃত্যুর ঘটনা ঘটল জেলার বেলিয়াতোড় রেঞ্জের শিরসা গ্রামে। এবার এক আবাসিক হাতির আক্রমণে প্রাণ হারালেন বনদপ্তরের অস্থায়ী শ্রমিক হিসেবে কাজে নিযুক্ত ভাগ্যধর মান (৫০)। তিনি বনদপ্তরের নার্শারীতে কাজ করতেন। শনিবার রাতে কাজ সেরে সাইকেলে করে বাড়ী ফেরার পথে তিনি একটি আবাসিক হাতির সামনে পড়ে যান।হাতিটি সাইকেল সহ তাকে শুঁড়া করে আছড়ে মারে। মুখ পায়ে করে থেঁতলে দেয়। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে সাময়িক বিক্ষোভও দেখান। পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে মৃতদেহ উদ্ধার করে। যদিও,বাঁকুড়া উত্তর বন বিভাগের ডিএফও ভাস্কর জেভি জানান,এই অস্থায়ী শ্রমিকের মৃত্যু হাতির আক্রমনেই হয়েছে কিনা তা নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তবেই তা নিশ্চিত ভাবে বলা যাবে।

দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/grand-opening-sreeleathers-bankura-on-14-feb2020/fb_img_1581614634752/" rel="attachment wp-att-8086">

Next Story